পুবের কলম, ওয়েবডেস্ক: ভুয়ো আইএএস কান্ডের রেশ কাটার আগেই এবার প্রকাশ্যে এল ভুয়ো আইপিএস। অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী প্রথম ভুয়ো ভ্যাকসিন কান্ড প্রকাশ্যে আনেন। তার সূত্র ধরেই আসে ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের কীর্তিকলাপ। এবার প্রকাশ্যে এল ভুয়ো আইপিএস। গ্রেফতার হওয়া ভুয়ো আইপিএস অফিসারের নাম রাজর্ষি ভট্টাচার্য। ভুয়ো আইপিএস নীল বাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরে বেড়াতেন।
রাজর্ষির গাড়ির চালক ও নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, রাজর্ষি ওরফে বাবাই নিজেকে আইপিএস পরিচয় দিয়ে নীল বাতি গাড়ি নিয়ে ঘুরে বেড়াত। লোকজনকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে চলত তোলাবাজি।
কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ( ক্রাইম) মুরলিধর শর্মা ট্যুইট করে এই্ গ্রেফতারির কথা জানিয়েছেন।
উল্লেখ্য, দেবাঞ্জন কাণ্ড প্রকাশ্যে আসার পরই নীলবাতি গাড়ি ব্যবহার নিয়ে নয়া নির্দেশিকা জারি করে রাজ্য পরিবহন দফতর। তারপরও যে এই ধরনের প্রবণতায় রাশ পড়েনি ফের তার প্রমাণ মিলল।