পুবের কলম ওয়েবডেস্কঃ কিংবদন্তী চলচিত্র পরিচালক তরুণ মজুমদার গুরুতর অসুস্থ। ভর্তি করা হল এসএসকেএম হাসপাতালে। আইসিইউতে আপাতত চিকিৎসাধীন ৯২ বছরের এই প্রবাদপ্রতিম চিত্রপরিচালক। কোভিড পরীক্ষাও হয়েছে তাঁর। রিপোর্টের অপেক্ষা করছেন চিকিৎসকরা।
২০০০ সাল থেকেই কিডনির সমস্যায় ভুগছেন তরুণ মজুমদার। ফুসফুসের সংক্রমণের পাশাপাশি রয়েছে ডায়াবেটিসের সমস্যাও। পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। চেস্ট মেডিসিনের ডাক্তার সোমনাথ কুণ্ডু এবং মেডিসিনের ডাক্তার সৌমিত্র ঘোষের নেতৃত্বে পাঁচজন চিকিৎসকের একটি দল সারাক্ষণ পরিচালককে নজরে রেখেছেন।
তরুণ বাবুর বাবা বীরেন্দ্রনাথ মজুমদার ছিলেন স্বাধীনত সংগ্রামী। নিজে রসায়নের ছাত্র হলেও ক্যামেরার পিছনের কেমিস্ট্রি তাকে টানত অনেক বেশি। শচীন মুখোপাধ্যায় , দিলীপ মুখোপাধ্যায়ের সঙ্গে মিলে তৈরি করেন যাত্রিক। পরে ১৯৬৫ সালে যাত্রিক থেকে বেরিয়ে আসেন তিনি।
শ্রীমান পৃথ্বিরাজ, দাদার কীর্তি, সাহেব, বালিকা বধূ, কুহেলী, গণদেবতা’, ‘চাঁদের বাড়ি’, ‘ভালবাসা ভালবাসা’, মত সুপারডুপার হিট চলচ্চিত্র উ পহার দিয়েছেন বাঙালি দর্শকদের।তরুণ মজুমদারের অসুস্থার খবরে টালিগঞ্জে ইতিমধ্যেই নেমে এসেছে উদ্বেগ। অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে কলাকুশলী আপামর চলচ্চিত্র অনুরাগীরারা প্রার্থনা জানাচ্ছেন দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কিংবদন্তী পরিচালক।