পুবের কলম, ওয়েবডেস্ক: রহস্যে মোড়া বৃহস্পতি গ্রহ। পৃথিবীর তুলনায় ১১গুণ প্রশস্ত এবং তিনশো গুণ বেশি বড়। সূর্যকে প্রদক্ষিণ যদি পৃথিবীর হিসেবে ধরা যায়, তাহলে ১২ বছর সময় লাগবে। বৃহস্পতি এক একটি দিন ‘দিন’ ১০ ঘণ্টার। বিজ্ঞানীরা বৃহস্পতি গ্রহকে তার উপগ্রহকে আরও কাছ থেকে জানতে চায়। বৃহস্পতির ‘চাঁদ’ উপগ্রহ নিয়ে মানুষের আগ্রহ চিরকালের। এবার এই উপগ্রহে মানুষ বসবাসের উপযুক্ত কিনা, সেখানে জল আছে কিনা তা জানতে চায় বিজ্ঞানীরা।
বৃহস্পতির ‘চাঁদ’ উপগ্রহ নিয়ে ইউরোপায় অভিযান চালাতে চলেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ইতিমধ্যেই ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ১৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের চুক্তি করেছে নাসা। চুক্তি অনুযায়ী ইউরোপাযাত্রায় ব্যবহার করা হবে স্পেস এক্সের তৈরি ফ্যালকন হেভি রকেট।
আগামী ২০২৪ সালে ফ্যালকন হেভি রকেট যাত্রা শুরু করবে নির্দিষ্ট গন্তব্যের লক্ষ্যে।
নাসা এ অভিযানের জন্য নিজেদের স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু সেটি প্রস্তুত না হওয়ার জন্যে, ইলন মাস্কের ফ্যালকন হেভি রকেটটি ব্যবহার করবে সংস্থাটি।
নাসার অভিযানের অংশ হিসেবে ফ্যালকন হেভি মহাকাশে কৃত্রিম উপগ্রহ বহন করে নিয়ে যাবে। সেটি ইউরোপার খুব কাছ দিয়ে ৪০ থেকে ৫০ বার উড়ে যাবে। সেখানে থাকবে ক্যামেরা, রাডার ও স্পেকট্রোমিটার। উন্নত মানে ছবি, বিজ্ঞানীদের আরও জানতে সাহায্য করবে। উপগ্রহের উপরিভাগের মানচিত্রের ছবি পাওয়া যাবে।
মহাকাশযাত্রার জন্য স্পেস এক্সের ফ্যালকন হেভি ২০১৮ সালে প্রথম মহাকাশের উদ্দেশে তার যাত্রা শুরু করেছিল। এবার আবার ২০২৪ সালে আবার বৃহস্পতি উপগ্রহতে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছে স্পেস এক্সের ফ্যালকন হেভি।