পুবের কলম, ওয়েবডেস্ক: ফের ছন্দপতন। প্রয়াত ভারতের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী কৃষ্ণকুমার কুন্দন ওরফে কেকে। কলকাতার নজরুল মঞ্চে মঙ্গলবার সন্ধ্যায়ও অনুষ্ঠান করেছেন তিনি। কিন্তু তার পরেই সব শেষ।
যে হোটেলে তিনি ছিলেন, সেখানেই নাকি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন তিনি। তার পরেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
৯০ দশক থেকে শুরু করে একেবারে এই বর্তমান সময় পর্যন্ত একজন সদা হাসিখুশি, প্রাণ চঞ্চল মানুষ হিসেবেই পরিচিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, কানাড়া ও বাংলা ভাষাতেও বহু গান গেয়েছেন তিনি। শোকস্তব্ধ সংগীতমহল।