পুবের কলম ওয়েবডেস্কঃ কনকনে ঠান্ডার রাত, সঙ্গে মুড়মুড়ে আলুভাজা আর কফি। নিঃসন্দেহে বাঙালির আড্ডা কে জমিয়ে দেওয়ার জন্য আদর্শ এক পরিবেশ। বলিউড অভিনেত্রী করিনা কাপুরও মজলেন এই রকম পরিবেশে আলুভাজার রসনা তৃপ্তিতে।
বিষয়টা তবে খোলসা করেই বলা যাক। সইফ ঘরণী এই মূহুর্তে রয়েছেন দার্জিলিংয়ে। শুটিং চলছে সুজয় ঘোষের প্রথম ওয়েব সিরিজ, ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’। তাতেই মুখ্য চরিত্রে রয়েছেন করিনা। বাংলায় এসে জমিয়ে উপভোগ করছেন খাওয়া দাওয়া। ডায়েট ভুলে খাচ্ছেন সবকিছুই। আদ্যন্ত বাঙালির মতই চাটমশলা ছড়িয়ে উপভোগ করছেন আলুভাজা।
?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again
তবে শুধুই কি খাওয়াদাওয়া ছোটছেলে জাহাঙ্গীর কে নিয়েই দার্জিলিং আসেন করিনা। এবার তার সঙ্গে যোগ দিয়েছেন স্বামী সইফ এবং বড়ছেলে তৈমুর। সবমিলিয়ে শুটিংয়ের সঙ্গে জমিয়ে পারিবারিক ছুটি উপভোগ করছেন করিনা।