পুবের কলম, ওয়েবডেস্ক: সদ্য প্রকাশিত হয়েছে মাধ্যমিকের রেজাল্ট। আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে। করোনা আবহে এবার পরিস্থিতি বিচার করেনি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি। ফল মূল্যায়ন হচ্ছে পূর্বের নম্বরের গড় করে ‘গণতান্ত্রিক পদ্ধতি’তেই। নম্বরে সন্তুষ্ট না হলে পরীক্ষার্থীরা ফের পরীক্ষা দিতে পারবে।
এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৯ লক্ষ। বৃহস্পতিবার দুপুর ৩টেয় উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হবে। বিকেল ৪টে থেকে ওয়েবসাইট মারফত ফল জানা যাবে। মাধ্যমিকের মতোই রেজিস্ট্রেশন নম্বর দিয়েই ওয়েবসাইটে ফল দেখা যাবে।
মাধ্যমিক, একাদশের বার্ষিক এবং দ্বাদশের প্রাক্টিক্যালের নম্বরের ভিত্তিতে গড় করে দেওয়া হবে।
রেজাল্ট দেখা যাবে নিম্নলিখিত ওয়েবসাইটগুলিতেঃ
https://wbresults.nic.in/ , https://www.exametc.com/ , https://www.results.shiksha/west-bengal/wbchse/ ,
http://www.indiaresults.com/ ,
এ ছাড়া এসএমএস-র মাধ্যমেও রেজাল্ট জানতে পারবে পরীক্ষার্থীরা। WB12 লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠাতে হবে ৫৬০৭০ নম্বরে। ফোন নম্বরেই দেখা যাবে রেজাল্ট।