পুবের কলম, ওয়েবডেস্ক: পুরীধামের মূল মন্দির ছেড়ে ভগবান জগন্নাথ, বলভদ্র দেব ও সুভদ্রাদেবী মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যান। উল্টো রথের দিন মাস্যার বাড়ি থেকে পুনরায় মূল মন্দিরে আগমন করেন। এই অনুষ্ঠানকে ঘিরেই “উল্টো রথ” অনুষ্ঠিত হয়। উল্টো রথকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে রথযাত্রার দিনের মতোই রথ টানা হয়। ব্যাতিক্রম থাকে কিছু জায়গায় যে রথকে উল্টো দিক থেকে আকর্ষণ করা হয়।
কলকাতার ইস্কন মন্দিরেও কোভিড প্রটোকল মেনে পালিত হল উল্টোরথযাত্রা। সোজা রথের মতই পাইলট কার দিয়ে মাসির বাড়ি থেকে আ্যলবার্ট রোডের মন্দিরে ফিরলেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। করোনা আবহে এবার বাতিল করা হয়েছিল ময়দানে ইস্কনের রথের মেলা এবং শোভাযাত্রা।