কলকাতাWednesday, 11 May 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

আমফান থেকে অশনি কেন হয় ঘূর্ণিঝড়ের নামকরণ, জানতে হলে পড়তে হবেই

mtik
May 11, 2022 9:12 am
Link Copied!

 

পুবের কলম ওয়েবডেস্কঃ আমফান থেকে অশনি। সমস্ত ঘূর্ণিঝড় বা সাইক্লোনের নির্দিষ্ট নাম আছে। কোনদিন ভেবে দেখেছেন কি ভাবে হয় এই নামকরণ, কারা করেন এই কাজ।

শুধু নিয়ম রক্ষার্থে নামকরণ নয়৷ ঝড়ের তাণ্ডবের সঙ্গে নামকরণের অর্থের সাদৃশ্য ও সামঞ্জস্য থাকে৷ ঘূর্ণিঝড় অশনির নাম দিয়েছে শ্রীলঙ্কা৷ সিংহলি ভাষায় অশনি শব্দের অর্থ গভীর ক্রোধ৷ সংস্কৃতে ‘অশনি’-র শব্দ আকাশের বিদ্যুৎলেখা৷

 

কারা নামকরণ করে ঘূর্ণিঝড়ের? প্রতি বারই ঘূর্ণিঝড়ের তাণ্ডবের সময় সেই প্রসঙ্গ উঠে আসে৷ কেনই বা ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়? এ বিষয়ে কারণ জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের অধীনস্থ সংস্থা ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন বা WMO৷

ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন-এর ব্যাখ্যা, একই ভোগলিক অঞ্চলে একই সময়ে একাধিক ঘূর্ণিঝড় ঘনীভূত হতে পারে৷ বিশ্বের অন্য প্রান্তে, অন্য ভৌগোলিক অঞ্চলেও সে সময় ঘূর্ণিঝড় ঘনীভূত হতে পারে৷

 

দ্বন্দ্ব এড়াতে প্রতিটা ক্রান্তীয় ঝড়কে আলাদা আলাদা ভাবে নামকরণ করা হয়৷ আবহবিদ ও প্রশাসনের তরফে যাতে তাদের কাজ ঠিকমতো করা যায়, তাই এই নামকরণের রীতি৷

ঝড় সংক্রান্ত পূর্বাভাস ছড়িয়ে দিতে হয় একাধিক আবহাওয়া অফিস, উপকূলীয় অঞ্চল এবং গভীর সমুদ্রে থাকা জাহাজদের কাছে৷ তাই নামকরণ করা হয় ছোট শব্দে৷ দেখা হয় যাতে উচ্চারণেও সুবিধে হয়৷ আবার নামের অর্থের সঙ্গে ঝড়ের তাণ্ডবলীলারও সাদৃশ্য থাকতে হবে৷
‘ইয়াস’, ‘আয়লা’, ‘আমফান’, ‘ফণী’, ‘গুলাব’, ‘নিসর্গ’-সহ একাধিক ঘূর্ণিঝড় তার তাণ্ডবলীলার জন্য গত কয়েক বছরে উঠে এসেছে শিরোনামে৷ নামের জন্য আলাদা পরিচয়ে তারা মানুষের স্মৃতিতে জায়গা দখল করে আছে৷