পুবের কলম, ওয়েবডেস্কঃ ঢাকঢোল পিটিয়ে, দিল্লি থেকে বারংবার শীর্ষ নেতৃত্বের উড়ে আসার পরও স্বপ্ন অধরা থেকে গিয়েছে বিজেপির। ২০০ আসনের স্বপ্ন দেখা পদ্ম শিবিরকে থামতে হয়েছে মাত্র ৭৭টি আসনে। রাজ্যে তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল।
বিজেপির এই ফলাফল নিয়ে অনেক কাটাছেঁড়া করেছেন দলীয় নেতৃত্ব। এবার মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হারের জন্যে কাঠগড়ায় দাঁড় করালেন দলের কর্মীদেরই। পাশাপাশি দলীয় কর্মীদের আরও ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন শুভেন্দু অধিকারী। দলত্যাগীদের নিয়েও ভাবতে বারণ করেন কর্মীদের।
চন্ডীপুরে দলের একটি সাংগঠনিক সভায় অংশ নিতে গিয়ে কার্যত বিস্ফোরক অভিযোগ করেন তিনি। শুভেন্দু বলেন “অনেকেই নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে রাজ্যে ২৯৪টি আসনের মধ্যে ১৭০ থেকে ১৮০টি তো বিজেপি পেয়েই যাবে। খেজুরি, নন্দীগ্রাম, ভগবানপুর, নন্দকুমার জিতে যাব। চণ্ডীপুরটা হারলে হারুক। তাতে কিছু প্রভাব পড়বে না। এই আত্মতুষ্টির কারণে আমারা হেরেছি। নিজের দলের প্রার্থীদের নামেই খারাপ কথা বলেছেন অনেকে। আর এভাবেই অনেকে নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করেছেন।’