মদিনার পবিত্র মসজিদে এবার ইতিকাফ করছেন ৪ হাজার মুসল্লি

- আপডেট : ২১ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার
- / 16
পুবের কলম ওয়েবডেস্কঃ মহান আল্লাহকে সন্তুষ্ট করতে রোযা রাখেন মুসলিমরা। গোটা মাস ধরে চলে পরবরদিগরের ইবাদত। আর এই মাসেই বিশেষ ইসলামি রীতি ইতিকাফ পালন করে থাকেন ধর্মপ্রাণ মুসলিমরা। প্রতি বছরের মতো এবারও মদিনার মসজিদে নববিতে ইতিকাফ করছেন ৪ হাজার মুসল্লি। বৃহস্পতিবার থেকে তারা মসজিদে এসে থাকতে শুরু করেছেন। সউদির নয়া নিয়ম অনুযায়ী, কেবল নিবন্ধিত ব্যক্তিরাই মসজিদটিতে ইতিকাফ করতে পারবেন। শরিয়ত অনুযায়ী, ইতিকাফ হচ্ছে রমযানের শেষ ১০ দিনে পালন করা একটি বিশেষ ইবাদত। আগ্রহী ব্যক্তিরা মসজিদে উপস্থিত থেকে এ সময়টায় ইবাদত-বন্দেগিতে কাটান। এমনকি সেখানেই তারা নিদ্রা যান ও আহার গ্রহণ করেন। রমযানের ২০তম দিনের সূর্যাস্ত থেকে শুরু হয় এই বিশেষ ইবাদত। ঈদের চাঁদ দেখা গেলে এর মেয়াদ শেষ হয়। যেহেতু শাওয়ালের চাঁদ দেখা নির্দিষ্ট নয়, তাই ইতিকাফের মেয়াদ ৯ দিন বা ১০ দিন হতে পারে। সউদি কর্তৃপক্ষ ঘোষণা করেছে, মসজিদে নববিতে ইতিকাফ পালনকারী ব্যক্তিদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ইফতার ও সেহরির খাবার, গরম ও ঠাণ্ডা পানীয় সরবরাহ করা হবে। এছাড়া অন্যান্য সুবিধাও দেওয়া হবে। পাশাপাশি তারা বিভিন্ন ভাষায় ইসলামি জ্ঞান আহরণ, ওয়াজ ইত্যাদি শোনারও সুযোগ পাবেন। উল্লেখ্য, ইসলামের পবিত্রতম দুই স্থান মক্কার কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে ইতিকাফ করতে আগ্রহী থাকেন লাখো মুসল্লি। তাদের মধ্যে থেকে প্রতি বছর সীমিত সংখ্যক মুসল্লিকে ইতিকাফ করার সুযোগ দেওয়া হয়।