কলকাতাWednesday, 20 April 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়নে পথ দেখাবে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা এগিয়ে চলেছে: রাজ্যপাল  

mtik
April 20, 2022 12:43 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্ক: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের শুরুতেই বক্তব্য রাখলেন বক্তব্য রাখলেন রাজ্যপাল জগদীপ ধনকর। বক্তব্যের শুরুতেই ধনকর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানিয়ে বলেন, সকলকে স্বাগত জানাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। বাংলা আজ ভাবে গোটা দেশ কাল সে কথা ভাবে।

আশা করি উন্নয়নে পথ দেখাবে বিশ্ব বাণিজ্য সম্মেলন। দেশের অর্থনৈতিক চিত্র বদলে দেওয়ার ক্ষ্মমতা রাখে বাংলা। ধনকর বলেন, বিনিয়োগের জন্য পূর্ব ভারতে অর্থনৈতিক হাব বাংলা। বাংলা ঐতিহ্য, সংস্কৃতির পীঠস্থান। মানব সম্পদে এগিয়ে বাংলা।

ধনকর বলেন, গোপাল কৃষ্ণ গোখলে যা বলেছিলেন মোদিও তাই বলেছেন। আশা রাখি আগামিদিনে উন্নয়নে পথ দেখাবে বিশ্ব বাণিজ্য সম্মেলন। দুর্গাপুজোকে ইউনেস্কো হেরিটেজ-এর তকমা দেওয়া হয়েছে।

সম্মেলনে উপস্থিত রয়েছেন ব্রিটেনের ৪৯ জন প্রতিনিধি। ২০১৯ সাল পর্যন্ত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মাধ্যমে রাজ্যে মোট ১২ লক্ষ ৩৬ হাজার কোটি টাকার বিনিয়োগ এসেছে। করোনার কারণে অবশ্য গত দুই বছর বাণিজ্য সম্মেলনের আয়োজন করা যায়নি।

ব্রিটেন, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ, ভুটান-সহ ১৫ টি দেশ সহযোগী হিসেবে সম্মেলনে অংশ নিচ্ছে। সম্মেলনে ১৯টি দেশের ২৫০ জন প্রতিনিধি।

(বিস্তারিত আসছে)