কলকাতাSunday, 18 July 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

বিমানে বোমা আছে! উড়ো ফোনে দমদম বিমানবন্দরে বোমাতঙ্ক

mtik
July 18, 2021 12:12 pm
Link Copied!

পুবের কলম ওয়েবডেস্কঃ দমদম বিমানবন্দরে বোমাতঙ্কের সতর্কতা জারি হওয়ায় আতঙ্কিত যাত্রীরা । বিমানে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনও কিছুই উদ্ধার হয়নি।  রবিবার সকাল ৬টা ৫০ মিনিট নাগাদ দমদম বিমানবন্দরে একটি অজানা নম্বর থেকে ফোন আসে। তাতে জানানো হয় দুবাই থেকে কলকাতায় আসা ফ্লাই এমিররেটসের একটি বিমানে বোমা রয়েছে। মুহূর্তের মধ্যে সে খবর ছড়িয়েপড়ে । বাড়ানো হয় নিরাপত্তা। ইতিমধ্যেই সকাল ৮টা ১০ মিনিট নাগাদ দুবাই থেকে আসা বিমানটি দমদম বিমানবন্দরে পৌঁছয়। ৮টা ৪০ মিনিট নাগাদ আবার বিমানটির আবার ফিরে যাওয়ার কথা ছিল। তবে বোমাতঙ্কের জেরে অবতরণের পরই তাতে তল্লাশি শুরু হয়। সে কারণে আবার দুবাই উড়ে যেতে পারেনি বিমানটি। এখনও পর্যন্ত তল্লাশি অভিযানে কিছুই উদ্ধার হয়নি। আদৌ বিমানে কিছু রয়েছে নাকি নিছক মজা করতে কেউ এই কাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে ।এদিকে, দিনকয়েক আগেই কলকাতায় গ্রেপ্তার হয়েছে তিন জঙ্গি। বারাসতে খোঁজ মিলেছে JMB লিংকম্যানের। তাকেও নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ জারি রেখেছে কলকাতা পুলিশের STF। যদিও যাত্রীদের নিরাপদেই দুবাই থেকে আসা বিমান থেকে নামানো হয়েছে। চলছে নাকা তল্লাশি। বিমানবন্দরের নিরাপত্তাও আরও জোরদার করা হয়েছে।