পুবের কলম ওয়েবডেস্কঃ হাইকোর্টের ওয়েবসাইডে আপলোড হয়নি সিঙ্গল বেঞ্চের নির্দেশ। তাই আজ কের মত পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই হাজিরা থেকে রেহাই দিল ডিভিশন বেঞ্চ।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে এসএসসি নিয়োগ দূর্নীতি মামলায় নিজাম প্যালেসে পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যান পার্থ চট্টোপাধ্যায়।
বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন জানতে চায়, একক বেঞ্চের নির্দেশনামা কি হাই কোর্টের ওয়েবসাইটে আপলোড হয়েছে? দেখা যায় কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে এই নির্দেশ তখনও আপলোড হয়নি। এরপরেই বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ পার্থর সিবিআই অফিসে হাজিরা-সহ এসএসসি সংক্রান্ত সমস্ত মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। বুধবার সকাল সাড়ে দশটা পর্যন্ত স্থগিতাদেশ জারি থাকবে। মামলার পরবর্তী শুনানি তখনই শুরু হবে।