পুবের কলম, ওয়েবডেস্ক: নিত্যদিনই বাড়ছে জ্বালানি মূল্যের দাম। আজ বুধবার সাংবাদিক বৈঠক করে মোদি সরকারের প্রতি তীব্র ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, মূল্যবৃদ্ধি রুখতে কেন্দ্র কিছু করছে না। মূল্যবৃদ্ধির জেরে রান্নাঘরে আগুন জ্বলছে। আর পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধি হয়ে চলেছে। পাঁচ রাজ্যের নির্বাচনের পরেই রিটার্ন গিফট দিয়েছে মোদি সরকার।
এদিন মমতা বলেন, ১৭ দিনে ১৪ বার বেড়েছে জ্বালানির দাম। ইডি আর সিবিআইকে বিরোধীদের পিছনে কাজে না লাগিয়ে, বে-আইনি মজুদ খুঁজত কাজে লাগাক কেন্দ্র।
মুখ্যমন্ত্রী বলেন, কলকাতায় পেট্রোলের দাম ১১৫.১২ টাকা/লিটার, ডিজেল ৯৯.৮৩ টাকা/লিটার, রান্নার গ্যাসের দাম ৯৭৬ টাকা সিলিন্ডার। এই ভাবে দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত। অথচ মুল্যবৃদ্ধি রুখতে কেন্দ্র কিছুই করছে না।
একের পর এক মোদি সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, জিএসটির প্রাপ্য দিচ্ছে না কেন্দ্র। কর না বসিয়ে সেস বসিয়ে দিচ্ছে কেন্দ্র।
মমতা বলেন, বাংলায় সুফল বাংলায় কম দামে জিনিস পাওয়া যাচ্ছে। রাজ্যে ৩৩৬টি সুফল বাংলার স্টল রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, দাম নিয়ন্ত্রণে নজরদারি বাড়াতে হবে। আগামীকাল থেকে রাজ্যের ছোট-বড় সমস্ত পাইকারি এবং খুচরা বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধ করতে হানা দেবে রাজ্য এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা।
আনাজপাতি সব কিছুর উত্তরোত্তর দাম বৃদ্ধি নিয়ে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। এবার সরষের তেল থেকে শুরু করে ফল সবজি আলু পিঁয়াজ সবকিছু সস্তায় মিলবে রাজ্য সরকারের সুফল বাংলা স্টল থেকে। এছাড়াও গাড়িতে করে সুফল বাংলার রানিং স্টল ঘুরবে সর্বত্র।