পুবের কলম, ওয়েবডেস্ক: এবার থেকে যে কোনও মেসেজ হোয়াটসঅ্যাপে কেবল মাত্র একটি গ্রুপেই ফরোয়ার্ড করা যাবে। যে কোনও মেসেজ গ্রুপে ফরোয়ার্ড করার ক্ষেত্রে সীমা বেঁধে দিচ্ছে হোয়াটসঅ্যাপ। এতদিন একটা মেসেজ একসাথে বহু গ্রুপে ফরোয়ার্ড করা যেত,যার মাধ্যমে অনেক ভুল ও গুজবও ছড়াতো। কিন্তু এখন থেকে একটা মেসেজ কেবল মাত্র একটা গ্রুপেই ফরোয়ার্ড করা যাবে। টেস্টিংয়ের জন্য বিটা অ্যান্ড্রয়েড ইউজারদের কাছে ফিচারটি আগেই পৌঁছে গিয়েছিল। এবার আইওএস ব্যবহারকারীদের টেস্টিংয়ের জন্যও ফিচারটি রোলআউট হতে চলেছে।
এই ফিচারটি সর্বপ্রথম নজরে আনে হোয়াটসঅ্যাপের ফিচার্স ট্র্যাকার ডব্লুএবিটাইনফো। একটি ব্লগপোস্টে লেখা হচ্ছে, “একের বেশি গ্রুপে এবার থেকে আর হোয়াটসঅ্যাপ মেসেজ ফরোয়ার্ড করা যাবে না। ভুল তথ্য এবং স্পাম মেসেজের রমরমা কমাতেই এই ফিচারটি নিয়ে আসা হয়েছে।” ইতিমধ্যেই বাছাই করা কিছু অ্যান্ড্রয়েড বিটা টেস্টারদের জন্য মেসেজ ফরোয়ার্ডিংয়ের ক্ষেত্রে এই লিমিটেশনের ফিচারটি উপলব্ধ করা হয়েছে। জানা গিয়েছে, হোয়াট অ্যাপ বিটা ফর অ্যান্ড্রয়েড আপডেটের পরে সমস্ত অ্যান্ড্রয়েড উপভোক্তাদের কাছে ফিচারটি পৌঁছে যাবে। আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সমস্ত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ফিচারটি ব্যবহার করতে পারবেন।