আবদুল ওদুদ : করোনা পরিস্থিতির কারনে গত ২ বছর তেমনভাবে হজযাত্রার কর্মসূচী গ্রহণ করতে পারেনি। ভারত থেকেও দু বছর কোন হজযাত্রী হজ সমাপন করতে পবিত্রভূমি মক্কায় যেতে পারেননি। গত দু বছর হজের যাবতীয় কাজকর্মের দিক থেকে পিছিয়ে ছিল। এবছর আগের মতোই হজ পালন হবে সউদি সকরা জানিয়ে দিয়েছে। সেই কাজকর্ম যথাযত পালনের জন্য নতুন কমিটি গঠন করল কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রক। গত শুক্রবার নতুন কমিটির নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রক। নয়া কমিটিতে ২৩ জন স্থান পেয়েছেন, কিন্তু ১১ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। ৯ জন সদস্য বিভিন্ন রাজ্য থেকে ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। আর ৩ জন নমিনেটড সদস্য হবেন।
কেন্দ্রীয় হজ কমিটির নয়া কমিটি ৩ বছরের জন্য করা হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের গেজেটে জানানো হয়েছে। এরাজ্য থেকে নয়া কমিটিতে সদস্য হয়েছেন রাজ্য বিজেপির নেত্রী মাফুজা খাতুন। এছাড়াও রয়েছেন, রাজ্য সভার সাংসদ সৈয়দ জাফর ইসলাম। জম্মু কাশ্মীর থেকে শিয়া সম্প্রদায়ের আজিজ হোসানি রাঠোর, রাজস্থান থেকে হেদায়েত খান , ধলিয়া, তামিলনাডু থেকে শিয়া সম্প্রদায়ের এস মোনোয়ারী বেগম, কেরালা থেকে এপি আবদুল্লাহ কুট্টি, মহারাষ্ট্র থেকে শিয়া সম্প্রদায়ের জইনুদ্দিন মহসিন ভাই জাভেরি। এছাড়াও নয়া কমিটিতে চার জন সরকারী আমলা রয়েছেন।
কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রককে নয়া কমিটিতে জায়গা করে দেওয়ার জন্য কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রককে ধন্যবাদ জানিয়ে মাফুজা খাতুন বলেন, ২০০৬ সাল পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির সদস্য ছিলাম, কাজেই পূর্বের অভিজ্ঞতা রয়েছে। চেষ্টা করব এরাজ্যের হজ সংক্রান্ত সমস্যাগুলি কেন্দ্রীয় হজ কমিটি এবং কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রকে তোলা হবে। মাফুজা বলেন, হজ সংক্রান্ত বিষয়ে বহু সমস্যা রয়েছে, সেগুলি তুলে ধরাই প্রধান লক্ষ্য হবে। তিনি বলেন, মহিলারা পুরুষ সঙ্গী ছাড়া হজে যাওয়ার ব্যবস্থা প্রথম ২০১৯ সালে শুরু হয়। কেন্দ্রের বিজেপি সরকার প্রথম এই সুযোগ করে দিয়েছেন বলে তিনি জানান। ২০২২-এর হজ সংক্রান্ত চুড়ান্ত বৈঠক আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওই দিনই সমস্ত কোটা বিষয় জানা যাবে বলে আশা প্রকাশ করেন।