পুবের কলম প্রতিবেদক: ব্যাঙ্ক ম্যানেজার সেজে প্রতারণা। অসহায় বৃদ্ধ দম্পতির ব্যাংক থেকে টাকা তুলে দেওয়ার নামে দিনের পর দিন চলে সেই জালিয়াতি কাণ্ড। ‘ভুয়ো’ ব্যাংক ম্যানেজার বৃদ্ধ দম্পতির অ্যাকাউন্ট থেকে ৩ কোটি ৪১ লক্ষ ৩০ হাজার ২৪১ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। এই মর্মে সল্টলেক এফ ই ব্লকের বাসিন্দা প্রতারিত বৃদ্ধ রবীনান্দ্রনাথ সাহা পুলিশের দ্বারস্থ হন।
সেই অভিযোগের তদন্তে নেমে পুলিশ প্রতিবেশী ভুয়ো ব্যাংক ম্যানেজার এফ ই ১৫৯ ব্লকের বাসিন্দা সৌগত মিশ্র (৫৬)-কে বুধবার গ্রেফতার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পুলিশের খাতায় রবীন্দ্রনাথবাবু অভিযোগ, দম্পতির দু’জনে ১০ টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে পুরো টাকা গায়েব করেছে অভিযুক্ত ব্যক্তি। গোটা বিষয়টি সামনে আসতেই অভিযুক্ত ব্যাঙ্ক ম্যানেজার প্রথমে পুরো টাকা ফিরিয়ে দেবেন বলে আশ্বাস দেন বৃদ্ধ দম্পতিকে। কিন্তু সেই টাকা ফেরত দিতে ব্যর্থ হয় সৌগত মিশ্র। গ্রেফতারির পর ওই ব্যক্তির বিরুদ্ধে আর্থিক জালিয়াতি, প্রতারণা, গোপন তথ্য লোপাট-সহ একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ অভিযুক্তকে বিধাননগর মহকুমা আদালতে তোলে। জালিয়াতি কাণ্ডে আরও তদন্তের স্বার্থে বিচারক ভুয়ো ব্যাঙ্ক ম্যানেজারকে ৫ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।