পুবের কলম প্রতিবেদক: কলকাতায় পরিবেশ দূষণের জন্য অনেকাংশে দায়ী হোটেল রেস্তোরাঁগুলি। সম্প্রতি একটি সমীক্ষায় এমনই রিপোর্ট এসেছে কলকাতা পুরসভার কাছে। এরপরেই পরিবেশ দূষণে রাশ টানতে কড়া পদক্ষেপ নিতে চলেছে পুরকর্তৃপক্ষ। পরিবেশ দূষণকারী হোটেল রেস্তোরাঁগুলিকে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, এই তালিকা যে সমস্ত হোটেল রেস্তোরাঁর নাম থাকবে তাঁদের থেকে জরিমানা কাটবে পুরসভা।
জানা গিয়েছে, সম্প্রতি কলকাতা পুরসভার কাছে যে রিপোর্ট এসেছে তাতে দেখা গিয়েছে শহরজুড়ে যত ছোট ও মাঝারি দোকান বা বা রেস্তোরাঁ রয়েছে তারা বেশিরভাগ সময়ই সারা দিনের প্লাস্টিক আবর্জনার স্তূপ জড়ো করে রাতে তা জ্বালিয়ে দেয়। এই প্রবণতা বেশি দেখা যায় বাজার এলাকায়। তা থেকে তৈরি হওয়া ধোঁয়া ব্যাপকভাবে বাতাসকে দূষিত করছে। এদিকে অনেক বাজার এলাকার পাশে বস্তি রয়েছে। ফলে আগুন ধরে যাওয়ার একটা ভয় থেকে যায়। সূত্রের খবর, এই অবস্থার পরিবর্তন আনতে দোকানের মালিকদের বারবার বারণ করেও সমস্যার সমাধান হয়নি। এরপরেই গোটা বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেয় পুরকর্তৃপক্ষ।
এ বিষয়ে কলকাতা পুরসভার বাজার বিভাগের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার বলেন, এতদিন আমরা সচেতন করার ব্যবস্থা করেছি। ইদানিংকালে আমরা লক্ষ্য করছি কিছু মানুষ আইনকে তোয়াক্কা না করেই অন্যায়ভাবে পরিবেশ দূষণ ঘটাচ্ছে। তাই যাঁরা এমনটা করছে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। তাঁদের জরিমানা করা হচ্ছে। পরবর্তীকালে আরও কঠিন ব্যবস্থা নেওয়া হবে। ন্যূনতম ৫০০ টাকা জরিমানা ধার্য করা হচ্ছে। মেয়র পরিষদের বৈঠকে এবং অধিবেশনে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। এরপরেও না শুনলে পরিবেশ আদালতে অভিযোগ দায়ের হবে। দরকারে হাজতবাস করানো হবে।’