পুবের কলম প্রতিবেদক: ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। পেট্রোলের দাম বৃদ্ধি হয়েছে ৯২ পয়সা। ডিজেলের দাম বেড়েছে ৮৮ পয়সা। শনিবার সকাল ৬ টা থেকে কার্যকর হয়েছে এই নতুন দাম। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার পেট্রোলের দাম হবে ১০৮ টাকায় ০১ পয়সা এবং প্রতি লিটার ডিজেলের জন্য দিতে হবে ৯৩ টাকা ০১ পয়সা। এই নিয়ে গত পাঁচ দিনে চার বার বাড়ল পেট্রোল ডিজেলের দাম।
উল্লেখ্য পেট্রোল ডিজেলের দাম ১৩৭ দিনে প্রথম বার বেড়েছিল মঙ্গলবার সকাল থেকে, বর্ধিত দর জানানো হয়েছিল সোমবার রাতেই। সেই থেকে ক্রমেই বেড়ে চলেছে জ্বালানি তেলের দাম।
পেট্রোল পাম্পে তেল নিতে এসে ক্রেতারা জানাচ্ছেন লাগাতার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ফল কী হতে পারে, তা দেশবাসী ভালই বোঝেন। গোটা দেশের মতো কলকাতার মধ্যবিত্ত মানুষরাও এই লাগাতার জ্বালানির দাম বাড়ার ভুক্তভোগী হচ্ছে। বাসের ভাড়া হু হু করে বাড়ছে। এর জন্য বহু বাস বন্ধ। শহরের হলুদ ট্যাক্সির চালকরা যে যার ইচ্ছেমতো ভাড়া হাঁকছিলেন। রাস্তায় গাড়ির সংখ্যা কমে গিয়েছে। এমনকী অ্যাপ ক্যাব বুক করতে গিয়েও হয়রানির শিকার হতে হচ্ছে শহরবাসীকে। শুধু যে যানবাহন বা গণপরিবহণের ক্ষেত্রে এর প্রভাব পড়েছে তাই নয়, সেই সঙ্গে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্রেরও দাম বেড়েছে। সব কিছুর উপর প্রভাব পড়েছে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির।
উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবর-নভেম্বর মাস। পেট্রোপণ্যের দাম বাড়তে বাড়তে আকাশ ছোঁয়া। সেঞ্চুরি পার করে গিয়েছিল পেট্রো পণ্যের দাম।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে। বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে পেট্রো পণ্যের দাম।