পুবের কলম ওয়েবডেস্কঃ দোলের রঙ খেলার আনন্দ বদলে গেল শোক আর বিষাদে। কলকাতায় তিনজায়গায় মৃত্যু হল দুই কিশোর ও এক তরুণের।
তারমধ্যে কলকাতার দুটি পুকুরে ডুবে মৃত্যু হয়েছে দুজনের। গঙ্গায় তলিয়ে গিয়েছে একজন।শহরের পুকুর থেকে উদ্ধার হয়েছে একজনের দেহ। এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে।
।দেড়টা নাগাদ দক্ষিণ কলকাতার ব্রহ্মপুর এলাকার একটি পুকুরে স্নান করতে গিয়ে মৃত্যু হল ১৪ বছরের কিশোর সাগ্নিক কর্মকারের।
চেতলার একটি পুকুরে রঙ খেলার পর স্নান করতে নেমে তলিয়ে যায় সমীর সিং নামে ১৭ বছরের এক কিশোর। তাকে উদ্ধার করে এসএসকেএম হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
শুক্রবার দুপুরে উত্তর কলকাতার গঙ্গার বাগবাজার ঘাটের কাছে বটতলা ঘাটে দোল খেলার পর স্নান করতে নেমেছিলেন অভ্রনীল পাত্র নামে ওই তরুণ। তার বয়স ১৮ বছর। হটাৎ করেই তাকে তলিয়ে যেতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা। আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওই তরুণ কে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ জানিয়েছে সাঁতার না জেনে জলে নেমেই মৃত্যু হয়েছে এই দুই
(ছবি প্রতীকী)