পুবের কলম, ওয়েবডেস্কঃ সিপিএমের রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন মহম্মদ সেলিম। সূর্যকান্ত মিশ্রের জায়গায় রাজ্য সম্পাদক পদে বসলেন পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম৷
রাজনৈতিক জগতে মহম্মদ সেলিম এক অতি পরিচিত মুখ। এক অতি দক্ষ রাজনীতি হিসেবে তাঁর সুনাম আছে। ১৯৯১ সালে তিনি রাজ্যসভায় নির্বাচিত হন, পরপর ২বার তিনি রাজ্যসভার সাংসদ হিসাবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০১ সালে এন্টালি কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে জয়। ২০০৪ সালে কলকাতা উত্তর পূর্ব কেন্দ্র থেকে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন ও জয়ী হন। এই কেন্দ্রে সাংসদ হিসাবে পুরো মেয়াদ সম্পূর্ণ করেন। তবে ২০০৯ সালে লোকসভা নির্বাচনে এই সাফল্যের ধারা বজায় রাখতে পারেননি। যদিও সপ্তদশ লোকসভা ভোটে রায়গঞ্জ কেন্দ্র থেকে জয়ী হন।