পুবের কলম প্রতিবেদক: ১২ থেকে ১৪ বছর বয়সী বাচ্চাদের টিকাকরণ শুরু করছে কলকাতা পুরসভা। ইতিমধ্যেই কলকাতা পুরসভার কাছে ৮৮ হাজার কর্বেভ্যাস্ক টিকার যোগান এসে পৌঁছেছে। এখন কেবলমাত্র রাজ্য সরকারের ছাড়পত্র পাওয়ার অপেক্ষা। সবুজসংকেত পেলেই কলকাতা পুরসভার ৩৭টি কেন্দ্র থেকে টিকাকরণ শুরু হবে। মঙ্গলবার এমনটাই জানান, কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ।
এদিকে রাজ্য স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই জানিয়েছে কোভ্যাকসিন এবং কর্বেভ্যাস্ক একসঙ্গে দেওয়া যাবে না এক সেন্টার থেকে। এদিকে মাধ্যমিক পরীক্ষা ও সামনে হোলির ছুটি থাকায় স্কুলে স্কুলে এই ভ্যাকসিন দেওয়ার কাজ আগামী সপ্তাহ থেকে শুরু করবে কলকাতা পুরসভা যদি তার মধ্যে স্বাস্থ্য দফতর অনুমতি দেয়।
মঙ্গলবার ১২ থেকে ১৪ বছর বয়সী শিশুদের করোনা টিকা দেওয়ার নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্র সরকার।
উল্লেখ করা হয়েছে ভ্যাক্সিনেটরকে নিশ্চিত করতে হবে যে টিকা দেওয়ার তারিখে শিশুর ১২ বছর বয়স পূর্ণ হয়েছে এবং যদি কোনও শিশুর বয়স ১২ বছর না হয়ে থাকে তবে টিকা দেওয়া হবে না। নির্দেশিকা অনুযায়ী ১ মার্চ ২০২১ পর্যন্ত দেশে ১২ এবং ১৩ বছর বয়সী ৪.৭ কোটি শিশু রয়েছে।