পুবের কলম, ওয়েবডেস্কঃ শীতের মধ্যেও চলেছে নিম্নচাপের ধাক্কা। তার জেরে হালকা-বৃষ্টি থেকে ঝোড়ো হাওয়ার তাণ্ডব চলেছে। এবার আসতে চলেছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। এর নামকরণ করেছে থাইল্যান্ড।
কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ উর্দ্ধমুখী। এই পরিস্থিতিতে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড়ে তার দাপট দেখাতে পারে বলে আভাস দিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মাসের শেষ সপ্তাহেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় আবার আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের। ২৩ মার্চ-এর পর আঘাত হানার সম্ভাবনাই বেশি। এই সাইক্লোনের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ১৫০ কিলোমিটার।
যদি বিভিন্ন আবহাওয়া দফতর সূত্রে খবর, মার্চ মাসের তৃতীয় সপ্তাহে ইন্দোনেশিয়ার বান্দা আচের কাছে ভারত মহাসাগর এবং মালাক্কা প্রণালীর সংযোগস্থলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এই ঘূর্ণাবর্ত পরে শক্তি সঞ্চয় করে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। এরপর এই ঘূর্ণিঝড় আন্দামান সাগর অতিক্রম করে বঙ্গোপসাগরের উপর দিয়ে যেতে যেতে আঘাত হানতে পারে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে।