পুবের কলম, ওয়েবডেস্কঃ বালিগঞ্জে দলের প্রার্থী হিসেবে বাবুল সুপ্রিয়’র নাম ঘোষণার পর থেকে প্রবল উৎসাহে প্রচারে নেমে পড়েছেন তিনি। প্রচারের ফাঁকেই বার বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়েছেন বাবুল সুপ্রিয়।
বালিগঞ্জ ফাঁড়ির একটি মাঠে ক্রিকেট ম্যাচের মধ্যে দিয়ে শুরু হল বাবুলের ‘খেলা’। কর্মী সমর্থকদের নিয়ে দেওয়াল লিখনে দেখা গেল তাঁকে। প্রচারের ফাঁকেই ফের বিজেপির বিরুদ্ধে সরব হলেন বাবুল।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাবুল বলেন, বিজেপি ছেড়েছি, কারণ অন্যায়ভাবে মন্ত্রিত্ব থেকে বাদ দেওয়া হয়েছিল আমাকে। বাংলার কাউকে পূর্ণমন্ত্রী করা হয়নি। বাংলার রাজনীতিবিদেরা কি অকেজো?
বাবুল এদিন শত্রুঘ্ন সিনহা প্রসঙ্গেও, শত্রুঘ্ন সিনহা কেন বহিরাগত হবেন? কাল রাতেও ১৫ মিনিট কথা হয়েছে। শত্রুঘ্ন সিনহাকেও আমার বাদ দেওয়া হয়েছিল।
দিলীপ প্রসঙ্গে বাবুল বলেন, ফের খড়্গপুরে জিতে দেখাক দিলীপ ঘোষ।
উপ নির্বাচনের জয় নিয়ে এদিন আশা প্রকাশ করে বাবুল সুপ্রিয় বলেন, উপ নির্বাচনে জিতবে বিজেপি।
এদিন বিকেলে বালিগঞ্জের ভোটের বারবার তৃণমূলনেত্রীকে ধন্যবাদ দিয়ে বাবুল সুপ্রিয় বলেন, দিদির কাছে আমি কৃতজ্ঞ।
বাবুল উপ নির্বাচনে বালিগঞ্জের গুরুত্ব বোঝাতে গিয়ে বাবুল বলেন, ‘সুব্রত মুখোপাধ্যায়ের এলাকা। আলাদা গুরুত্ব রয়েছে এ জায়গার। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের বিধানসভা। ফলে যথেষ্ট সিরিয়াসলি আমায় লড়তে হবে। দল যেভাবে বলবে সেভাবেই লড়ব। মাঠে যখন নেমে নেমেছি, তখন খেলা হবে।”
উল্লেখ্য, আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রের সঙ্গে ভোট বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের। দু’টিই উপনির্বাচন। গণনা ১৬ এপ্রিল। আসানসোলে বাবুল সুপ্রিয় পদত্যাগ করায় আসনটি ফাঁকা হয়। বালিগঞ্জ ফাঁকা হয় প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে। এই পরিস্থিতিতে রবিবার দু’টি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছেন তৃণমূলনেত্রী। আসানসোলে ইতিমধ্যেই শত্রুঘ্ন সিনহার নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে।