কলকাতাMonday, 14 March 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম এন্ড টেলিভিসনে স্মরণ লতাকে

Puber Kalom
March 14, 2022 3:26 pm
Link Copied!

পুবের কলম ওয়েবডেস্কঃ সদ্য প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জ্ঞাপন করল ব্রিটিশ অ্যাকাডেমি অফ  ফিল্ম এন্ড টেলিভিসন বা বাফটা (BAFTA 2022 pays homage to Lata Mangeshkar). চলতি বছরে ইন মেমোরিয়াম বিভাগে স্মরণ করা হয়েছে এই প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পীকে।

লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে রবিবার এই অনুষ্ঠানের উপস্থাপনা  করেন প্রখ্যাত ব্রিটিশ কৌতুক অভিনেতা রেবেল উইলসন। উল্লেখ্য এই রয়্যাল অ্যালবার্ট হলেই ১৯৭৪ সালে প্রথম ভারতীয় শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন লতা মঙ্গেশকর।

বাফটার ইন মেমোরিয়াম সেগমেন্টে সুর সম্রাজ্ঞীর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে বলা হয় ভারতের এই সঙ্গীতশিল্পী নিজের ৭০ বছরের সুদীর্ঘ সঙ্গীতজীবনে প্রায় ২৫০০০ এর বেশি গান গেয়েছেন। ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন উপাধি পান তিনি।

লতা মঙ্গেশকর ছাড়াও বাফটার ইন মেমোরিয়াম সেগমেন্টে  শ্রদ্ধা জানানো হয় অভিনেতা-চিত্রনির্মাতা সিডনি পোইটিয়ের, পরিচালক ইভান রিটম্যান, সিনেম্যাটোগ্রাফার হ্যালিনা হাচিনস, অভিনেতা মনিকা ভিট্টি ও স্যালি কেলারম্যান।