পুবের কলম প্রতিবেদকঃ শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে বাড়ল বাজেট। শুক্রবার বাজেট বৃদ্ধির সময় এমনই ইঙ্গিত অর্থ দফতরের। এ বছর স্কুল শিক্ষাক্ষেত্রে ৩৫ হাজার ১২৬ কোটি ১৩ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব রাজ্য বাজেটে। প্রযুক্তি শিক্ষা প্রশিক্ষণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য এক হাজার ২৮৬ কোটি টাকা গণ শিক্ষা সম্প্রসার এবং গ্রন্থাহার পরিষেবার উন্নয়নে বরাদ্দ ৩৮৭ কোটি ৪০ লক্ষ টাকা সংখ্যালঘু এবং মাদ্রাসা শিক্ষায় পাঁচ হাজার চার কোটি পাঁচ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে। উচ্চ শিক্ষায় পাঁচ হাজার ৮১১ কোটি ১১ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব।
বিগত রাজ্য বাজেটে উচ্চ শিক্ষা খাতে আটগুণ বৃদ্ধি পেয়েছে। যে’ঘানে ২০১০-১১ বর্ষে বাজেট ছিল ১২০ কোটি টাকা। সেখানে ২০২২ সালের বাজেট বরাদ্দ হয়েছে। ৯৯২ কোটি টাকা। বিগত ১০ বছরে রাজ্যের ১২টি বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে হয়েছে ৪২টি বিশ্ববিদ্যালয়ে। এ রাজ্যে ৫০৯টি সরকারি ও সরকার পোষিত কলেজ গঠিত হয়েছে। এর ফলে উচ্চ শিক্ষায় আসন সংখ্যা বৃদ্ধি পেয়েছে। উচ্চ শিক্ষায় ছাত্রছাত্রীর বিগত ১০ বছর থেকে প্রায় দ্বিগুণ হয়েছে। স্বামী বিবেকনন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ বৃদ্ধি পেয়ে হয়েছে ২০০ কোটি টাকার বেশি। এতে ২ লক্ষ ১১ হাজার ৮৯১ জন ছাত্রছাত্রী উপকৃত হয়েছেন।
ওয়েস্ট বেঙ্গল কেরিয়ার পোর্টাল নামে একটি ওয়েবসাইট করা হয়েছে। এর মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা আগামী দিনে কেরিয়ার সম্ভাবনার সুপরামর্শ, উচ্চ শিক্ষা প্রবেশিকা পরীক্ষা মেধাবৃত্তি সংক্রান্ত তথ্য পেতে পারবে।
রাজ্যের একশো শতাংশ সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে মিডডে মিল চালু রয়েছে। এতে ১.১৫ কোটির বেশি ছাত্রছাত্রী বর্তমানে এই কর্মসূচীর আওতায় এসেছে। আরও বেশি সংখ্যক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা প্রসার ঘটাতে এবং তাদের বিদ্যালয়মুখী করতে ১ হাজার ৪৩৯টি অতিরিক্ত ক্লাসরুম তৈরি করা হয়েছে এবং ৪২৩টি বিদ্যালয়কে ল্যাবরেটরির অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের বরাদ্দকৃত অর্থে ৯ হাজার ৩১০টি বিদ্যালয়কে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের আওতাভুক্ত করা হয়েছে। ৫৩ হাজার ৬৯৮ জন বিশেষ সক্ষম শিক্ষার্থীকে পাঠ্যপুস্তক ও অন্যান্য সামগ্রীর জন্য অর্থ সাহায্য করা হচ্ছে। ভালো কাজের জন্য রাজ্যের বাংলা শিক্ষা পোর্টাল’ এ বছর স্কচ গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।