অর্পিতা লাহিড়ীঃ ” নারীকে আপন ভাগ্য জয় করিবার, কেন নাহি দিবে অধিকার “…. কবি বহু শতক আগেই এই প্রশ্ন তুলে গিয়েছেন। আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এ বছরের আন্তর্জাতিক নারী দিবস-এর থিম হল “Gender equality today for a sustainable tomorrow” (সুন্দর আগামীর জন্য আজ লিঙ্গসমতা দরকার)
একটু দেখে নেওয়া যাক কোন পরিপ্রেক্ষিতে এই দিনটির সূচনা হয়েছিল।
বিশ্বজুড়ে আজকের দিনটি কোথাও উদযাপনের আবারও কোথাও অধিকার ছিনিয়ে নেওয়ার কঠিন সংগ্রামের কথা বলে।
১৯০৮ সালে মজুরি বৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা, কাজের অমানবিক এবং অস্বাস্থ্যকর পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় নেমেছিলেন ১৫,০০০ নারী শ্রমিক। সেই থেকেই ইতিহাসে জায়গা করে নেওয়া এই দিনের। ১৯০৯ সালে আমেরিকার সোশ্যালিস্ট পার্টি নারী দিবস পালনের সিদ্ধান্ত নেয়।
১৯৭৫ সালের ৮ মার্চ রাষ্ট্রসংঘ ৮ মার্চ দিনটি কে ঘোষণা আন্তর্জাতিক নারী দিবস হিসেবে। তার আগে অষ্ট্রিয়া, জার্মানি এবং সুইজারল্যান্ডে নারী দিবস পালিত হত ১৯ মার্চ। এরপর বেশকিছু দেশে দেখা গিয়েছিল ২৩ ফেব্রুয়ারি আলাদা করে পালিত হয় নারী দিবস।
পুরুষতান্ত্রিক সমাজে আজও মহিলাদের নানা ধরনের হেনস্তার শিকার হতে হয়। তাই লিঙ্গ বৈষম্য নয়, নারীর জন্য অর্ধেক নয়, নারী -পুরুষ সমানুপাতিক হোক অধিকার।