পুবের কলম, ওয়েবডেস্কঃ অবশেষে ৯ দিন পর জামিন পেলেন বাম যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। সোমবার হাওড়া আদালতের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেন। মীনাক্ষী সহ ১৬ জনের এদিন জামিন মঞ্জুর করে আদালত।
ছাত্রনেতা আনিস খান কাণ্ডে উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি। হাওড়ার পাঁচলার আন্দোলনে নেমে গ্রেফতার করা হয় মীনাক্ষীকে। হাওড়া গ্রামীণ সুপারের অফিস ঘেরাও অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতারির পর এর আগে তিন বার তাঁদের জামিনের আবেদন খারিজ করেছিল আদালত। প্রতিবাদীদের ১৪ দিনের জেল হেফাজত দেয় আদালত। তবে সময়ের আগেই জামিন পেলেন যুব নেত্রী-সহ ১৬ জন বাম ছাত্রনেতা ও কর্মীরা। এ দিন তাঁদের হয়ে আদলতে সওয়াল করেন বিকাশরঞ্জন ভট্টাচার্য, সব্যসাচী চট্টোপাধ্যায় প্রমুখ আইনজীবীরা।
উল্লেখ্য, আনিস খানের মৃত্যুর প্রতিবাদে বাম ছাত্র-যুব সংগঠনের কর্মসূচিতে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। এসপি অফিস ঘেরাওয়ের দাবিতে উত্তাল হয় পাঁচলা। মিছিল আটকাতে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় বিক্ষোভকারীদের। পুলিশকে লক্ষ্য করে ইট, বোতল ছোড়ে আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে। প্রতিবাদকারীরা পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।