পুবের কলম, ওয়েবডেস্কঃ আজ থেকে শুরু হল বিধানসভার বাজেট অধিবেশন। বিধানসভার তরফে জানানো হয়, রাজ্যপাল জগদীপ ধনকরের বক্তব্য সরাসরি সম্প্রচারিত হবে না। যেহেতু রাজ্যের নিয়ন্ত্রণে কোনও চ্যানেল নেই তাই এই প্রচার করা সম্ভব নয়।
গতকালই রাজ্যপাল বলেন, নিয়ম অনুযায়ী রাজ্যপালের ভাষণ সরাসরি প্রচারের নিয়ম। কিন্তু বিধানসভার তরফে জানিয়ে দেওয়া হয় রাজ্যপালের প্রচার সরাসরি সম্প্রচার করা সম্ভব নয়। আজ অধিবেশন শুরু হয় দুপুর ২ টো নাগাদ। শুরুর আগে সর্বদলীয় বৈঠক হয়। তবে এই বৈঠকে যোগ দেয়নি বিজেপি।
অধিবেশন শুরুর কিছুক্ষণ আগে রাজ্যপাল জগদীপ ধনকর আসেন। সেখানে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে স্বাগত জানান। রাজ্যপাল প্রথমেই আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন। প্রথা অনুযায়ী আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করার নিয়ম। সেই প্রথা অনুযায়ী রাজ্যপাল মাল্যদান করেন। এর পর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল জগদীপ ধনকরকে সঙ্গে করে বিধানসভার ভিতর পর্যন্ত নিয়ে যান মুখ্যমন্ত্রী ও অধ্যক্ষ।
(বিস্তারিত আসছে)