পুবের কলম, ওয়েবডেস্কঃ শুক্রবার বারাণসী ফেরার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান হঠাৎ ৮ হাজার ফুট নামিয়ে নেওয়া হয়। বরাত জোরে প্রাণে বাঁচেন মুখ্যমন্ত্রী। সোমবার আজ বিধানসভা অধিবেশনের শুরুতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিমানের কোনও যান্ত্রিক ত্রুটি হয়নি। মুখ্যমন্ত্রীর বিমানের সামনে এসে গিয়েছিল অপর একটি বিমান। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যে বিমানে ছিলেন, সেই বিমানের চালক অসামান্য দক্ষতায় ৮০০০ ফুটি নামিয়ে নিয়ে আসেন। না হলে হয়তো অনেক বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আবহাওয়ার গোলোযোগের জন্য তার বিমান দুর্ঘটনায় পড়েনি। তার বিমানের কাছাকাছি অন্য একটি বিমান আসতেই অতি দক্ষতার সঙ্গে সংঘর্ষ এড়িয়ে যান চালক। প্রাণে বাঁচলেও কোমড়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, বিমানে ঝাঁকুনির কারণ জানতে চেয়ে নবান্নের তরফে ডিজিসিএ-র কাছে রিপোর্ট চাওয়া হয়েছিল। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ঢোকার মুখে জানিয়েছেন সেই কারণ।