পুবের কলম প্রতিবেদকঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের মত মুখ এই মুহূর্তে সিপিএমে নেই। একরকম সে কথা স্বীকার করে নিল রাজ্য সিপিএম। সবচেয়ে বড় কথা দলের মহিলা নেতৃত্ব হিসাবে একজন যুব মুখের উত্থান হলেও তারা মমতা বন্দ্যোপাধ্যায় কে বিশেষ বেঁধে দিতে পারছেন না। মূলত এই সাংগঠনিক দুর্বলতা ফল ভোগ করতে হচ্ছে রাজ্য সিপিএমকে।
২০১১ সালে পালাবদলের পর থেকেই লাগাতার রক্তক্ষরণ চলছে আলিমুদ্দিনের লাল বাড়িতে। ২০২১ এর বিধানসভা নির্বাচন বামপন্থীদের কঙ্কালসার চেহারাটাকে প্রকাশ্যে এনে দিয়েছে। কলকাতা জেলা সম্মেলনের আগে দলের খসড়া প্রস্তাবে নিজেদের সাংগঠনিক দুর্বলতা নিয়ে এমনটাই তুলে ধরা হয়েছে।
একইসঙ্গে এই খসড়া রিপোর্টে দলের নেতৃত্বে একাংশের অতিমাত্রায় সোশ্যাল মিডিয়া প্রেম নিয়েও প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। সূত্রের খবর আলিমুদ্দিনের ক্রাইসিস ম্যানেজাররা একরকম স্বীকারই করে নিয়েছেন ২০১৫ সালের প্লেনামে দলের মহিলা সদস্যদের বৃদ্ধির জন্য যে প্রস্তাব নিয়েছিল সিপিএম তা বাস্তবায়িত করতে ব্যর্থ হয়েছে দল। রাজ্যের অন্য প্রান্তের কথা বাদ দিলেও কলকাতাতেই লক্ষ্যমাত্রার অর্ধেক মহিলা সদস্যদের অন্তর্ভুক্ত করতে পারেনি সিপিএম।