পুবের কলম ওয়েবডেস্ক : বছর ঘুরে আবারও আসতে চলেছে শাবান মাস। চন্দ্রবর্ষের অষ্টম মাস হল শাবান। এ মাস প্রতিটি মোমিন-মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। সংযুক্ত আরব আমিরশাহীর একজন জ্যোতির্বিদ শাবান মাসের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন। ইসলামিক (হিজরি) ক্যালেন্ডারে শাবান মাস পবিত্র রমজান মাসের আগে আসে এবং এই মাসটি এবার ৪ মার্চ থেকে শুরু হতে পারে। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোস্যাইটির বোর্ড অফ ডিরেক্টর্সের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান শাবান মাসের সম্ভাব্য তারিখটি প্রকাশ করেছেন। জ্যোতির্বিদ্যা সম্পর্কিত গবেষণা থেকে জারওয়ানের ধারণা, শাবান মাসের চাঁদ মার্চের ৩ তারিখ অর্থাৎ আজ দেখা যেতে পারে। চাঁদ উঠলে মার্চের ৪ তারিখ থেকে শাবান মাস শুরু হবে। এর আগে জারওয়ান বলেছিলেন, এ বছর পবিত্র রমযান মাসের শুরু এপ্রিলের ২ তারিখ থেকে হতে পারে। অর্থাৎ ৩০ দিনে মাস হলে মে মাসের ১ তারিখ পর্যন্ত চলবে রমযান। সেইমতো ২ তারিখ বিশ্বব্যাপী পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর। উল্লেখ্য, শাবান ও রমযান মাস মুমিনদের নব চেতনায় উজ্জীবিত ও আলোড়িত হওয়ার মাস। আল্লাহর নৈকট্য ও ইবাদতে মশগুল হওয়ার মাস।
ব্রেকিং
- ইন্তেকাল করলেন পীর এস এম আলকাদরী
- তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু গেছে: ইউক্রেনের প্রাক্তন সেনাপ্রধান
- হরিয়ানায় গণনায় কারচুপি করেছে বিজেপি, হাইকোর্টে আবেদন কংগ্রেসের
- পুলিশ নিরীহ মানুষকে গ্রেফতার করছে, অভিযোগ তুলে শাসন থানায় ডেপুটেশন যুব ফেডারেশনের
- বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কে গ্রামবাসী, ‘ভয় নেই’ অভয় দিল বন দফতর
- ট্রেনে তবলা বাদককে খুন-কাণ্ডে হাওড়ায় ডিআরএম-কে ডেপুটেশন দিল আইএনটিটিইউসি
- সোনারপুরের বেসরকারি স্কুলে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বোম স্কোয়ার্ড
- মমতা বলার পরই শুরু তৎপরতা, আলু পিয়াজের দাম কী কমবে? প্রশ্ন ক্রেতাদের
- জেলাগুলিতে শীতের আমেজ থাকলেও শহরে মিলবে না ঠাণ্ডা
- ‘ময়নাতদন্তের পরেও বেঁচে উঠল লাশ’ ঢোকানো হত চুল্লিতে, রাজস্থানে অদ্ভুতুড়ে কাণ্ড
- ওবিসি শংসাপত্র বাতিল ইস্যুতে সুপ্রিম কোর্টের শুনানি: পরবর্তী তারিখ ৯ ডিসেম্বর
- ভারতকে লড়াইয়ে ফেরালেন বুমরাহ