কলকাতাWednesday, 2 March 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

সবুজ ঝড়ে ধরাশায়ী বিরোধীরা, ১০৮টি পুরসভার ১০২টিতেই জয়ী তৃণমূল

mtik
March 2, 2022 3:13 pm
Link Copied!

 

পুবের কলম, ওয়েবডেস্কঃ প্রত্যাশিত ছিল। সেইমতোই সবুজ ঝড়ে ধরাশায়ী বিরোধীরা। ১০৮টি পুরসভার মধ্যে তৃণমূল একাই ১০২টিতে জয়ী। তাহেরপুর পুরসভায় জয়ী সিপিএম, দার্জিলিঙে জয়ী নির্দল। ৪টি পুরসভায় ত্রিশঙ্কু ফল, ৩০টি পুরসভা বিরোধীশূন্য।

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজ রাজ্যের ১০৮টি পুরসভার ভোট গণনা। কড়া নিরাপত্তায় মুড়ে দেওয়া হয় স্ট্রং রুম। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা।

এই পুরভোটের জয়কে মা-মাটি-মানুষের জয় বলে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ট্যুইট করে বলেন,  ‘রাজ্যর উন্নতি, শান্তির জন্য সকলের একযোগে কাজ করতে হবে। এই জয় আমাদের আরও দায়বদ্ধতা বাড়িয়ে দেয়। এই জয়ের জন্য সকল জয়ী প্রার্থীদের শুভেচ্ছা। শুভেচ্ছা জানিয়েছন, মেয়র ফিরহাদ হাকিম। এদিন তিনি সকল প্রার্থীদের আমাদের তরফ থেকে আমার শুভেচ্ছা।

গত ২৭ ফেব্রুয়ারি ১০৮ পুরসভায় ভোট গ্রহণ হয়।এদিকে বিরোধীরা এই ভোটে কারচুপির অভিযোগ তোলেন। এই পরেই রাজ্য নির্বাচন কমিশনকে ডেকে পাঠায় রাজ্যপাল। ভোটে অশান্তির অভিযোগ থেকে কেন সাধারণ মানুষ ভোট দিতে পারেননি তা জানতে চাওয়া হয়। এর পরেই দুটি বুথে পুনর্নির্বাচন হয়।

২৭ ফেব্রুয়ারি ভোট হয়,

জেলা: দার্জিলিং (১) – পুরসভা: দার্জিলিং

জেলা: কোচবিহার (৬) -পুরসভা: কোচবিহার, তুফানগঞ্জ, দিনহাটা, মাথাভাঙা, মেখলিগঞ্জ, হলদিবাড়ি

জেলা: আলিপুরদুয়ার (২) – পুরসভা: আলিপুরদুয়ার, ফালাকাটা

জেলা: জলপাইগুড়ি (৩) – পুরসভা: মাল, জলপাইগুড়ি, ময়নাগুড়ি

জেলা: উত্তর দিনাজপুর (৩) – পুরসভা: কালিয়াগঞ্জ, ইসলামপুর, ডালখোলা

জেলা: দক্ষিণ দিনাজপুর (২) – পুরসভা: বালুরঘাট, গঙ্গারামপুর

জেলা: মালদা (২)- পুরসভা: ইংরেজবাজার, ওল্ড মালদা

জেলা: মুর্শিদাবাদ (৭)- পুরসভা: মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ, কান্দি, জঙ্গিপুর, ধুলিয়ান, বেলডাঙা, বহরমপুর

জেলা: নদিয়া (১০)- পুরসভা: নবদ্বীপ, শান্তিপুর, রানাঘাট, বীরনগর, কল্যাণী, গয়েশপুর, তাহেরপুর নোটিফায়েড এরিয়া, হরিণঘাটা, চাকদা, কৃষ্ণনগর

জেলা: উত্তর ২৪ পরগনা (২৫)- পুরসভা: কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি, ভাটপাড়া, গাড়ুলিয়া, উত্তর ব্যারাকপুর, ব্যারাকপুর, টিটাগড়, খড়দা, কামারহাটি, বরানগর, উত্তর দমদম, বনগাঁ, গোবরডাঙা, বারাসাত, বসিরহাট, বাদুড়িয়া, টাকি, নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, দক্ষিণ দমদম (২৯ নম্বর ওয়ার্ডে ভোট হচ্ছে না), দমদম, অশোকনগর-কল্যাণগড়, পানিহাটি, হাবড়া

জেলা: দক্ষিণ ২৪ পরগনা (৬)- পুরসভা: বজবজ, বারুইপুর, রাজপুর-সোনারপুর, জয়নগর-মজিলপুর, মহেশতলা, ডায়মন্ডহারবার

জেলা: হাওড়া (১)- পুরসভা: উলুবেড়িয়া

জেলা: হুগলি (১২)- পুরসভা: হুগলি-চুঁচুড়া, বাঁশবেড়িয়া, বৈদ্যবাটি, শ্রীরামপুর, চাঁপদানি, ভদ্রেশ্বর, রিষড়া, কোন্নগর, আরামবাগ, উত্তরপাড়া-কোতরং, তারকেশ্বর, ডানকুনি

জেলা: পূর্ব মেদিনীপুর (২)- পুরসভা: তমলুক, কাঁথি, এগরা

জেলা: পশ্চিম মেদিনীপুর (৭)- পুরসভা: চন্দ্রকোণা, রামজীবনপুর, ক্ষীরপাই, খড়ার, খড়গপুর, ঘাটাল, মেদিনীপুর

জেলা: ঝাড়গ্রাম (১)- পুরসভা: ঝাড়গ্রাম

জেলা: পুরুলিয়া (৩)- পুরসভা: পুরুলিয়া, ঝালদা, রঘুনাথপুর

জেলা: বাঁকুড়া (৩) -পুরসভা: বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী

জেলা: পূর্ব বর্ধমান (৬) – পুরসভা: কালনা, কাটোয়া, দাঁইহাট, মেমারি, গুসকরা, বর্ধমান

জেলা: বীরভূম (৫) -পুরসভা: সিউড়ি, রামপুরহাট, বোলপুর, সাঁইথিয়া, দুবরাজপুর