পুবের কলম প্রতিবেদক: ২৭ ফেব্রয়ারি রাজ্যের ১০৮টি পুরসভার ভোট অনুষ্ঠিত হয়েছে। অপেক্ষা আর কয়েক ঘণ্টার। আজ বুধবার রাজ্যের ১০৮টি পুরসভার ভোটের গণনা শুরু হবে। ২ মার্চ সকাল ৮টা থেকে ভাগ্য নির্ধারণ হবে প্রার্থীদের। কে কত ভোটে এগিয়ে বা পিছিয়ে রয়েছেন তা জানা যাবে সকাল থেকেই। গত ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ টি পুরসভার ভোট হয়। এর আগে বিধাননগর চন্দননগর, শিলিগুড়ি ও আসানসোল মোট চারটি পুরনিগমের ভোট হয়। সেই ভোটে বিরোধীদের রীতিমত পর্যুদস্ত করে শাসকদল তৃণমূল। শাসকদল মনে করছে ১০৮টি পুরসভাতেও পর্যুদস্ত করবে তৃণমুল কংগ্রেস।
প্রতিটি পুরভায় যেভাবে ভোট পোল হয়েছে প্রতিটি ওয়ার্ডে ব্যাপক মার্জিনে জয়ের সম্ভবনা শাসকদলের প্রার্থীদের। বুধবার সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা। ফলাফল মোটামুটি স্পষ্ট হতে শুরু করবে সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে। কোথাও-কোথাও দু’দফায় গণনা শেষ হয়ে যাবে। জানতে পারা যাবে রেজাল্ট। কোথাও আবার চলবে ১৮ দফা পর্যন্ত। আশা করা হচ্ছে দুপুরের মধ্যে সমস্ত পুরসভার ফলাফল চুড়ান্ত হয়ে যাবে।