পুবের কলম, ওয়েবডেস্কঃ গণতান্ত্রিক পথেই আন্দোলন চালাব আমরা। বিক্ষোভ, আইন অমান্য, সব হবে। তবে সব আন্দোলনই গণতান্ত্রিক পথে চলবে বলে জানালেন, আইএসএফ নেতা, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী।
এদিন ভাঙড়ের বিধায়ক বলেন, এতদিন গান্ধীর পথে আমাদের আন্দোলন চলেছে, এবার নেতাজির পথেই আন্দোলন চলবে।
নওশাদ বলেন, আনিস কাণ্ডের প্রতিবাদে আজ বহু মানুষ রাস্তায় নেমেছে। আমরা একটা, দুটো পোস্ট করেছিলাম ফেসবুকে। কিন্তু মানুষ আজ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে রাস্তায় নেমেছে।
আমাদের দলনেতা এখনও রাস্তায় নামেননি। তদন্তের সত্যতা আগামী ১৫ দিনের মধ্যে আসবে বলে সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। আমরা সেই ১৫ দিনের অপেক্ষা করছি।
উল্লেখ্য, এদিন আনিস কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছে আইএসএফ। নেতৃত্বে রয়েছেন নওশাদ সিদ্দিকী। এদিন মিছিল থেকেই এই সমস্ত কথা জানান তিনি। এদিনের এই বিশাল মিছিল শুরু হয় শিয়ালদা থেকে।
(বিস্তারিত আসছে)