পুবের কলম প্রতিবেদক: ১৯৯৫ সালের ১৭ ডিসেম্বর অ্যান্টোনোভ এএন-১৬ বিমান থেকে প্রায় ৩০০-র বেশি একে-৪৭, ১৬ হাজার রাউন্ডের বেশি গোলাবারুদ বর্ষণ হয় পুরুলিয়া জেলার ঝালদা অঞ্চলে। সেই ঘটনার প্রধান অভিযুক্ত কিম ডেভি। এবার সেই ঘটনায় ডেনমার্কের একটি প্রতিনিধিদল বাঙ্কশাল কোর্টে আসেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক স্বরাষ্ট্র দফতর ও সিবিআইয়ের প্রতিনিধিদলও আদালতে থাকার কথা।
প্রসঙ্গত পুরুলিয়া অস্ত্রবর্ষণ মামলার মূল অভিযুক্ত হিসাবে চূড়ান্ত হয়েছেন কিম ডেভি। তাই তাকে আদালত কক্ষের ভিতর পরিদর্শন করানো ও সংশোধনাগারের ভিতরের পরিকাঠামো কী কী সুযোগ সুবিধা রয়েছে তা পরিদর্শন করানো হবে। এই প্রতিনিধিদলের রিপোর্টের ভিত্তিতেই করা হবে প্রত্যাবাসন। ডেনমার্ক সরকার কিমকে বিচারাধীন বন্দি হিসাবে বিশেষ কারাগারে রাখার শর্ত দিয়েছে। সেই শর্ত মেনেই বিশেষ কারাগারের পরিকাঠামো তৈরি করা হবে।