পুবের কলম, ওয়েবডেস্কঃ পুলিশকে দিয়ে কে মার্ডার করাল, আমার ছেলেকে, তার জন্য আমি সিবিআই তদন্ত চাই। আমার সিট-এর উপরে ভরসা নেই। আমি আগেও বলেছি, আবার বলছি সিবিআই তদন্ত চাই। যারা গ্রেফতার করা হয়েছে, তারা কি জড়িত। কিছু বিশ্বাস হচ্ছে না। সিবিআই-এর হাতে তদন্তের ভার দিলে সমস্ত তথ্য বের করে তারা এখনই আসল অভিযুক্তকে সামনে আনবে। আমি আদালতের নজরে সিবিআই তদন্ত চাই।’
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পুলিশ তদন্ত করছে। প্রশাসনকে সময় দিতে হবে। আজ দুজন পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
এর পরেই রাজ্য পুলিশে ডিজি এক সাংবাদিক বৈঠক করে জানান, দুজন পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন হোম গার্ড ও অপর জন সিভিক ভলেন্টিয়ার। তবে ডিজি জানান, তদন্তে স্বার্থে এখনই সব তথ প্রকাশ্যে আনা সম্ভব হচ্ছে না। আগামী ১৫ দিনের মধ্যে সব তথ্য সামনে আসবে। সেইসঙ্গে ডিজি মনোজ মালব্য বলেন, নিহতের পরিবার ন্যায় বিচার পাবে। আনিসের পরিবারকে তদন্তে সহযোগিতা করার আবেদন জানান তিনি।