পুবের কলম প্রতিবেদক: আলিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে উদযাপিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সোমবার আলিয়ার পার্ক সার্কাস ক্যাম্পাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানে ২০২২ সালের ‘২১-এ সম্মাননা’ প্রদান করা হয় বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবি মোস্তাক হোসেনকে। তাঁর কন্যা মুশরেফা হোসেনের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। জিডি হাসপাতালের চিফ এক্সিকিউটিভ অফিসার মুশরেফা হোসেন বলেন, ভাষার মাধ্যমে নতুন কিছু শিখতে পারছি। তাই প্রতিটি মানুষের কাছে মাতৃভাষা খুবই গুরুত্বপূর্ণ।
কারণ, মাতৃভাষার মাধ্যমেই আমরা আজ বিশ্বে পরিচিতি লাভ করতে পেরেছি। মাতৃভাষাকে রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। এদিন বিশিষ্ট সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায়কেঅ একুশে-এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্মারক বক্তৃতা দেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের হিমন্ত বন্দ্যোপাধ্যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার ড. সেখ আসফাক আলি ডিন অফ স্টুডেন্স ওয়েলফেয়ার অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক আবদুর রহিম গাজি, অধ্যাপক সাইফুল্লা প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিশিষ্টরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের গুরুত্ব ও মাতৃভাষার প্রয়োজনীয়তা বর্ণনা করেন।