পুবের কলম, ওয়েবডেস্কঃ এবার গরু পাচার মামলায় চাঞ্চল্যকর মোড়। এই কাণ্ডের মূল অভিযুক্ত এনামূল হককে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টররেট বা ইডি। সিবিআইয়ের পর এবার ইডির জালে এনামূল। এর আগে ২০২০ সালে সিবিআই এনামুলকে গ্রেফতার করে। এনামূলের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ রয়েছে। এই ঘটনায় একাধিক সাক্ষীর বয়ান ইতিমধ্যেই নেওয়া হয়েছে। সেই বয়ানের সূত্র ধরেই এনামূলকে আরও একবার গ্রেফতার করা হল।
এই কাণ্ডে ইতিমধ্যেই তৃণমূল সাংসদ, অভিনেতা দেবকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দেব অবশ্য জানিয়েছেন, এনামূলকে তিনি চেনেন না। কোনও আর্থিক লেনদেনের সম্পর্কে তিনি কিছু জানেন না। তার পরেই ফের দেব-এর প্রযোজক পিন্টু মণ্ডলকে ডেকে পাঠায় সিবিআই।
এনামূলকে শনিবারই দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে তোলা হবে ।
সূত্রের খবর, এদিন এনামুলকে নিজেদের হেফাজতে চাইতে পারে ইডি।
, ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে এসেছে অনেক তথ্য । একটি ডায়েরিও এসেছে তাদের কাছে। সেটি এনামুলের কাছ থেকেই পাওয়া গিয়েছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর। সেই ডায়েরি অনুযায়ী গরু পাচারকাণ্ডে কয়েক কোটি টাকার লেনদেন হয়েছে বলে জানা গেছে।
কে বা কারা এই টাকা পেয়েছেন, কোথা থেকে সেই টাকা এল, সব তথ্য জানতে এনামূলকে নিজেদের হেফাজতে নিতে পারে ইডি।