পুবের কলম, ওয়েবডেস্ক: সকাল থেকেই রোদ আর বৃষ্টির লুকোচুরি। মঙ্গলবার কলকাতার বেশ কিছু জায়গায় একনাগাড়ে কয়েকঘন্টা চলল ভারী বৃষ্টি। ফলে বিপদে পড়েন অফিসযাত্রীরা। একেই করোনা বিধিনিষেধের কারণে রাস্তায় বাসের সংখ্যা কম। তার ওপর বৃষ্টির কারণে রাস্তায় কমেছে যাত্রী পরিবহণের সংখ্যা। বাস মিললেও সেগুলোতে এত ভিড় যে ওঠাই দায়। এই অবস্থায় গন্তব্যে যাওয়ার জন্য একমাত্র ভরসা নিজস্ব চারচাকা অথবা দু-চাকা। টানা বৃষ্টির কারণে অনেক জায়গাতেই যানজট দেখা যায়। তবে মাঝমধ্যে কলকাতার আকাশে রোদের দেখা মিললেও পরক্ষণে ঘন মেঘে আকাশ ঢেকে যাচ্ছে। বিক্ষিপ্ত বৃষ্টি চলছে শহরজুড়ে।
তবে দক্ষিণবঙ্গ ছাড়াও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার নাগাদ হিমালয় সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ১৪ জুলাই বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সবকটি জেলারই কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।