ডেট্রয়েট, ২১ আগস্ট: মার্কিন গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান জেনারেল মোটর্স তাদের সফটওয়্যার ও সার্ভিসেস বিভাগ থেকে ১,০০০-রও বেশি কর্মী ছাঁটাই করেছে। কোম্পানির তরফেই এই তথ্য জানানো হয়। এই ছাঁটাইয়ের মধ্যে শুধুমাত্র ডেট্রয়েটের নিকটস্থ কোম্পানির টেক ক্যাম্পাসেই ৬০০টি পদ বিলুপ্ত করা হয়েছে।
কোম্পানির বিবৃতিতে বলা হয়, ভবিষ্যতে জেনোরেল মোটর্সের অপারেশনগুলোকে আরও কার্যকর ও দ্রুততর করার লক্ষ্যে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এক বিবৃতিতে মোটর কোম্পানিটি জানায়, ‘জেনারেল মোটর্সকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের কর্মপ্রক্রিয়া সরল করতে হবে, সাহসী সিদ্ধান্ত নিতে হবে, এবং সেই বিনিয়োগগুলোকে অগ্রাধিকার দিতে হবে যা সর্বাধিক প্রভাব ফেলবে।’
এই ছাঁটাই জেনারেল মোটর্সের মোট বেতনভুক্ত কর্মীদের প্রায় ১.৩ু। ২০২৩ সালের শেষভাগে জেনারেল মোটর্সের মোট বেতনভুক্ত কর্মীদের সংখ্যা ছিল ৭৬,০০০। ছাঁটাই হওয়া কর্মীদের সোমবার সকালে বিষয়টি জানিয়ে দেওয়া হয়। কোম্পানি আরও জানায়, ‘আমরা সেসব কর্মীদের প্রতি কৃতজ্ঞ যারা আমাদের শক্তিশালী ভিত্তি প্রতিষ্ঠায় সহায়তা করেছেন, যা জেনারেল মোটর্সকে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করে তুলেছে।’