পুবের কলম, ওয়েবডেস্কঃ বঙ্গে শীত আর বৃষ্টির খেলা চেলছে। শীত জাঁকিয়ে পড়তেই ফের ভিলেনের মতো এসে হাজির হচ্ছে ঘূর্ণাবর্ত। আর তার হাত ধরেই বঙ্গে শুরু হচ্ছে বৃষ্টি। শীতে প্রায় দু’দিন ছাড়াই একঘেয়ে বৃষ্টি এখন সাধারণ মানুষের জীবনের অঙ্গ উঠেছে। বৃষ্টি আর কিছুতেই পিছু ছাড়ছে না। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় দুর্বিষহ জনজীবন।
এদিকে ফের জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সরস্বতীপুজোর আগেই দক্ষিণবঙ্গে দেখা দেয় বৃষ্টি। আর তার পর থেকেই শুরু হয়েছে শীত।
আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী শনিবার থেকেই আকাশ ক্রমশ পরিষ্কার হতে থাকবে। তবে যেহেতু বঙ্গ থেকে উত্তুরে হাওয়া বিদায় নেয়নি, তাই শীতের দাপট বজায় থাকবে। বঙ্গ থেকে বৃষ্টি এখনই বিদায় নিচ্ছে না। আগামী তিনদিনে শীতের আমেজ একই থাকবে। তবে দক্ষিণবঙ্গে আপাতত টানা থাকবে শীতের আমেজ। উত্তরবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গ থেকে এখনই বিদায় নিচ্ছে না বৃষ্টি। শনিবার থেকে আগামী পাঁচদিন অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ যাত্রায় রেহাই পেয়েছে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর।
শনিবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। তবে, আপাতত তাপমাত্রার হেরফের হওয়ার বিশেষ কোনও সম্ভাবনা নেই। রাতের দিকে নামবে তাপমাত্রা।