পুবের কলম প্রতিবেদক: কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সংগ্রহশালা নতুনভাবে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। সংস্কার কাজ সম্পন্ন হওয়ার পর খুব দ্রুত দর্শক ও গবেষকদের জন্য সংগ্রহশালা খুলে দেওয়া হবে।
শুক্রবার এ কথা জানালেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্যাম্পাস সহ বিভিন্ন ক্ষেত্র সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। অনেকটা কাজও সম্পন্ন হয়েছে। সেই সঙ্গে প্রত্নবস্তুর ক্ষতি রুখতে সংগ্রহশালা সংস্কার করে নতুন ভাবে সাজিয়ে তোলা হচ্ছে। করোনা পরিস্থিতির কারণে বহুদিন ধরে সংগ্রহশালা বন্ধ ছিল।
তবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহশালার বিভিন্ন ‘ফিচার’ গুলি দর্শকদের সামনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক জানান, নিজেদের সংগ্রহশালা জনগণের জন্য অনলাইন প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। উনিশ শতকের একাধিক নথি তথ্য ও ছবি সম্বলিত এই আর্কাইভ অনলাইনেও খুলে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইটে ঢুকে যে কেউ এই সংগ্রহশালা ঘুরে দেখতে পারবেন।
এদিন উপাচার্য আগেও জানিয়েছেন, এই উদ্যোগের পিছনে দুটি প্রধান কারণ আছে। প্রথম কারণ অধ্যাপক ও পড়ুয়াদের প্রতি দায়বদ্ধতা। ওদের পঠনপাঠন ও গবেষণার কাজ ব্যাহত হচ্ছে। কারণ প্রশাসনিক বিধিনিষেধের কারণে ওরা শারীরিক ভাবে বিশ্ববিদ্যালয়ে আসতে পারছেন না। আর দ্বিতীয় কারণ, প্রাতিষ্ঠানিক ভাবে সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা আছে বিশ্ববিদ্যালয়ের। মানুষকে জানার অধিকার দেওয়া উচিত।
জানা গিয়েছে, এতদিন ক্যাম্পাসেই সীমাবদ্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও ডিজিটাল সংগ্রহের ব্যবহার। সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের উচিত বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল সংগ্রহ আরও বৃহত্তর মাধ্যমের অংশ করা। জ্ঞানের পরিধি সীমান্তের ঊর্ধ্বে পৌঁছে দিতে এই উদ্যোগ বলে জানিয়েছেন উপাচার্য।