পুবের কলম, ওয়েবডেস্কঃ কর্নাটকের সীমানা অতিক্রম করে হিজাব বিতর্ক এবার ঢুকে পড়ল বিজেপি শাসিত আর এক রাজ্য মধ্যপ্রদেশেও। স্কুল-কলেজে হিজাব নিষিদ্ধ করতে মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী ইন্দর সিংহ পারমার অভিন্ন পোশাক বিধি এবং শৃঙ্খলার দোহাই দিয়েছেন। হিজাব নিয়ে বিতর্ক শুরু হয়েছে পুদুচেরিতেও।
মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী ইন্দর সিং শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের হিজাব পরার বিষয়ে আপত্তি জানিয়েছেন। তিনি বলেছেন, স্কুলে পড়ুয়াদের শৃঙ্খলাকে আগ্রাধিকার দেবে রাজ্য সরকার। সেখানে নির্ধারিত পোশাক বিধি মেনে চলতে হবে প্রতিটি ছাত্র ও ছাত্রীকে। তিনি আরও বলেছেন, হিজাব স্কুল ইউনিফর্মের অংশ নয়। তাই এটি স্কুলে পরা নিষিদ্ধ হওয়া জরুরি। রাজ্যের স্কুলে হিজাব নিষিদ্ধ করা হবে কিনা, তা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।
মধ্যপ্রদেশে কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ বলেছেন, মন্ত্রীকে তার অগ্রাধিকার কী তা আমাদের জানাতে হবে। কোভিডের মধ্যে সঠিক কার্যকারিতা নিয়ে কাজ করা এবং সরকারি স্কুলে শূন্যপদ পূরণ করে শিক্ষার মান উন্নত করা নাকি সাম্প্রদায়িক বিভাজনের অ্যাজেন্ডা অনুসরণ করা।
অন্যদিকে এই সংক্রান্ত অভিযোগ উঠেছে পুদুচেরিতেও। সেখানে এক শিক্ষকের বিরুদ্ধে হিজাব পরিহিতদের ক্লাস করতে না দেওয়ার অভিযোগ উঠেছে। পুদুচেরির শিক্ষা দফতর বিষয়টি খোঁজ নিয়ে দেখছে বলে জানিয়েছে। বাম ছাত্র সংগঠন এসএফআইএর পুদুচেরির এক নেতা বলেছেন, ‘মেয়েটি গত তিন বছর ধরে রোজ এভাবেই ক্লাসে যোগ দিচ্ছে। এখন হঠাৎ আপত্তি করার কারণ কী? তাঁর দাবি আরও কয়েকটি স্কুল থেকে একই ধরনের অভিযোগ তাঁরা পেয়েছেন। এমনকী স্কুলে আরএসএস-এর আদলে পড়ুয়াদের বাধ্যতামূলক ধর্মীয় ‘ড্রিলে’ অংশ নিতে বাধ্য করা হচ্ছে বলেও তিনি সংবাদ সংস্থার কাছে অভিযোগ করেছেন। তাঁর দাবি, এই সমস্ত কার্যকলাপের মধ্যে দিয়ে ধর্মীয় বিভাজন উসকে দিয়ে শিক্ষায় গৈরিকীকরণ সম্পূর্ণ করতে চাইছে বিজেপি।
পড়ুয়াদের হিজাব পরা নিয়ে যখন উত্তাল কর্নাটক তখন রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই আগামী তিন দিনের জন্য রাজ্যার সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানে আইন-শৃঙ্খলা ও শান্তি বজায় রাখার আবেদন জানান হয়েছে। গত মাসে উদুপির একটি হিজাব ইস্যুতে বিতর্ক তৈরি হয়েছ। মুসলিম ছাত্রীরা হিজাব পরে ক্লাস করার দাবি জানিয়েছিল। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় বেশ কিছু ছাত্র ও ছাত্রী। বিরোধী পক্ষ জানিয়েছিল ছাত্রীরা যদি হিজাব পরে, তাহলে তারাও গেরুয়া শাল পরে ক্লাস করবে। এই অবস্থায় উদুপির কলেজে হিজাব পরতে চাওয়া ছাত্রীদের জন্য আলাদা ক্লাসরুমের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তাতেই সমস্যা সমাধান হয়নি। হিজাব বিতর্কের রেশ ছড়িয়ে পড়ে শিমোগায়। সেখানে কলেজে এক ছাত্রী জাতীয় পতাকা সরিয়ে দিয়ে গেরুয়া পতাকা লাগিয়ে দিয়েছিল।