পুবের কলম, ওয়েবডেস্কঃ এবার ছোটদের স্কুল খোলার ব্যাপারে রাজ্য সরকার চিন্তা ভাবনা করছে বলেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে উদ্বাস্তুদের নিঃশর্ত জমির দলিল প্রদান কর্মসূচীতে অংশ নিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় , পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পাড়ায় শিক্ষালয় কর্মসূচী চলছে। আর একেবারে ছোটদেরটা আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। যদি পরিস্থিত আরেকটু স্বাভাবিক হয়, তাহলে স্কুল খোলা হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, আরও একটি কি ভাইরাস আসবে বলেছে। সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। সেটা যদি না হয়, তা হলে অন্তত ছোট ক্লাস যেগুলো ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে ক্লাস করানো যায় কি না স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দেখতে হবে। অর্ধেক অর্ধেক করে ভাগাভাগি করে স্কুল করলে সোমবার যারা আসবে, মঙ্গলবার তারা আসবে না। আবার মঙ্গলবার যারা আসবে বুধবার তারা আসবে না। এভাবে হলে প্রাথমিকের ক্লাসগুলো অন্তত চলতে পারে।’
উল্লেখ্য, গতকালই সমস্ত স্কুল, কলেজ খুলে দেওয়ার জন্য রাজ্যের কাছে আবেদন জানান নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত বিনায়ক বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে এক আলোচনা চক্রে এসে রাজ্য সরকারকে এই পরামর্শ বার্তা দেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।
স্কুল খুলে দেওয়ার কারণ হিসেবে অভিজিত বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেন, অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্টে দেখা যাচ্ছে, স্কুলে না যেতে পেরে ৯০ শতাংশ পড়ুয়ার রিডিং লেবেল ১০ শতাংশ পড়ে গিয়েছে। সার্বিক শিক্ষার মানও পড়েছে। স্কুলে না গিয়ে পড়ুয়াদের অনভ্যাস তৈরি হচ্ছে।