পুবের কলম প্রতিবেদক: কলকাতা পুরসভার নির্বাচনী ইশতেহারে বস্তি উন্নয়নে জোর দিয়েছিল তৃণমূল। এবার সেইমতো শুরু হবে কাজ। প্রতিশ্রুতি অনুযায়ী কলকাতার ১৪৪টি ওয়ার্ডে মহিলাদের জন্য স্নানাগার-সহ অত্যাধুনিক শৌচাগার বানানোর কাজ শুরু করবে কলকাতা পুরসভা। এখন শুধু অপেক্ষা পুর বাজেটের। ইতিমধ্যেই প্রাথমিক প্ল্যান শেষ হয়ে গিয়েছে। বাজেট মিটলেই এই কাজ শুরু হবে বলে জানান, কলকাতা পুরসভার বস্তি উন্নয়নের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার।
অত্যাধুনিক এই শৌচাগারে বসবে ‘ইংলিশ টয়লেট’ বা কোমড। সাধারণত বস্তি এলাকায় কম মানুষের বাড়িতেই কোমড থাকে না। ফলে অসুস্থ বয়স্ক মানুষদের শৌচালয় ব্যবহার করতে অনেক সমস্যা হয়। এই প্রবীণ মানুষদের কথা মাথায় রেখেই কোমড বা ইংলিশ টয়লেট বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে কলকাতা পুরসভার বস্তি উন্নয়নের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার বলেন, অনেক জায়গাতেই ইতিমধ্যেই পুরসভার শৌচাগার রয়েছে। কিন্তু সেখানে কোমড নেই। এ দিকে ওই সমস্ত এলাকায় অনেক বয়স্ক মানুষই রয়েছেন যারা বার্ধক্যজনিত কারণে এ ছাড়া অসুস্থতার কারণে ওই শৌচাগার ব্যবহার করতে পারছেন না। তাঁদের দিক বিবেচনা করেই সমস্ত শৌচালয়েই কোমড সিস্টেম করে দেওয়া হবে।
এ ছাড়া প্রতিটি ওয়ার্ডে মহিলাদের জন্য স্নানাগার তৈরি করার সিদ্ধান্ত হয়েছে।