পুবের কলম, ওয়েবডেস্কঃ ফের রাজ্য পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি। শীতের পাততাড়ি গুটিয়ে এসে হাজির বৃষ্টি। দক্ষিণবঙ্গে ফের সরস্বতী পুজোর আগে থেকে ছিল আকাশের মুখ ভার। পুজোর আগের দিনই ফের বজ্রগর্ভ মেঘ সহ বৃষ্টিপাত হয়। সরস্বতী পুজোর সময় আবহাওয়া দফতরের রিপোর্টে জানানো হয়, দুর্যোগ কেটে যাবে। রোদ্রজ্জ্বল আবহাওয়া ও শীতের ব্যাটিং চলবে। কিন্তু বৃষ্টি আর পিছু ছাড়বে না।
এবার ভিলেন সেই পশ্চিমী ঝঞ্ঝা। এর ফলে ফের বৃষ্টিতে ভিজতে চলেছে দুই বঙ্গ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির প্রকোপ বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় আজ বজ্রগর্ভ মেঘ সঞ্চার করে বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সকল জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
তবে কমবে শীতের দাপট। উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টির দাপট। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙের মতো পাহাড়ি জেলাগুলিতে আগামী তিন থেকে চার দিন হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে বাড়বে কুয়াশার দাপট। তবে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের মতো নীচের দিকে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ঘন কুয়াশা থাকবে। বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে কুয়াশার প্রভাব সব থেকে বেশি।
অন্যদিকে রাজ্যগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। বুধবার সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে চলেছে দিল্লি, উত্তর প্রদেশ, হরিয়ানা সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে। এই সময় বাতাসের গতিবেগ থাকবে ২০ থেকে ৪০ কিলোমিটার। ফলে গোটা উত্তরভারত জুড়ে বৃষ্টির দাপট বাড়বে। বিজনৌর, চান্দপুর, পানিপথ, পালওয়াল, ঔরঙ্গাবাদ, হোদাল, দেওবন্দ, শামলি, মুজাফ্ফরনগর, মিরাট, আমরোহা, মোরাদাবাদে আগামী দুই ঘণ্টার মধ্যেই বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দফতর সূত্রে খবর। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, মধ্য ও উচ্চ ট্রপোস্ফিয়ারে তৈরি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই পশ্চিম হিমালয় অঞ্চলে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যার জেরে বৃষ্টিপাত হচ্ছে। বর্তমানে রাজস্থানের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার জেরে জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট-বালতিস্তান, মুজাফ্ফরাবাদ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে তুষারপাতের সম্ভাবনা।
এই ঘূর্ণাবর্তে প্রভাব পড়বে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগঢ়, দিল্লি, উত্তর প্রদেশ ও রাজস্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গ, সিকিম, ঝাড়খণ্ডে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিহার ও ওড়িশাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।