কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

ফের ট্রেন বিভ্রাট, এবার কাপলিং খুলে আলাদা হয়ে গেল কিষাণ এক্সপ্রেসের ৮ টি বগি

mtik
October 3, 2024 6:31 pm
Link Copied!

পুবের কলম,ওয়েবডেস্ক:  ফের বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীরা। জানা গেছে, রবিবার ভোরে কাপলিং খুলে বড় বিপত্তির মুখে পতিত হয় কিষাণ এক্সপ্রেস। দুই ভাগে ভাগ হয়ে যায় ট্রেনটি। পরে ঘটনাটি ঠাহর করতে পেরে  কিছুদূর এগিয়ে থেমে যায় ট্রেনটি। উত্তর প্রদেশের বিজনৌরের কাছেখবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায়  রেলের আধিকারিকরা। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি । উত্তর প্রদেশের বিজনৌরের কাছে রবিবার ভোর ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে ।এদিন ভোরে ফিরোজপুর থেকে ধানবাদগামী কিষাণ এক্সপ্রেসের কাপলিং ভেঙে যায়। ইঞ্জিনের সঙ্গে থাকা ১০-১২টি কামরা এগিয়ে যায়।  ৮টি কামরা বাকি খণ্ডাংশ থেকে আলাদা হয়ে যায়। সেই কামরাগুলি কিছুটা এগোনোর পর দাঁড়িয়ে যায়। 

রেল সূত্রে খবর, উক্ত ট্রেনটিতে প্রচুর সংখ্যক পরীক্ষার্থী ছিলেন। এই আবহে পরীক্ষা দিতে পারবে কিনা তারা শুরু হয় জল্পনা। তবে  ঘটনাস্থলে পৌঁছেই  দ্রুত বাসের ব্যবস্থা করে পরীক্ষার্থীদের পাঠানো দেয় স্থানীয় পুলিশ। 

রেলের প্রাথমিক অনুমান,  যান্ত্রিক ত্রুটির কারণেই ট্রেনের কাপলিং ভেঙে গিয়েছে। বিজনৌরের সেওহারা রেলস্টেশন পার করার পরই দুর্ঘটনা ঘটে। আলাদা হয়ে যায় ট্রেনের আটটি বগি। রেলের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনটি জোড়ার কাজ চলছে। কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।