পুবের কলম ওয়েবডেস্কঃ অবস্থার আরও অবনতি হল কিংবদন্তী সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের। শুক্রবার বিকেলে প্রকাশিত মেডিকেল বুলেটিনে এই কথা জানানো হয়েছে।
বিবৃতিতে ওই হাসপাতালের চিকিৎসক প্রতীত সমদানি বলেন, ‘‘গায়িকার শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। আইসিইউ-তেই রয়েছেন। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।’’
খুব সম্প্রতি তাঁকে ভেন্টিলেশন থেকে বার করা হয়েছিল। টানা ১৫ দিন ভেন্টিলেশনে থাকার পর এই কিংবদন্তী শিল্পীকে ভেন্টিলেশন থেকে বার করা হলেও আজ শনিবার তাঁকে ফের দেওয়া হল ভেন্টিলেশনে। ২৭ দিন ধরে তিনি চিকিৎসাধীন আছেন মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে। করোনা এবং তার সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় সুর সম্রাজ্ঞী কে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথম থেকেই তাঁকে আইসিইউতে ভেন্টিলেশনে রাখা হয়।