কলকাতাWednesday, 2 February 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

কয়লা পাচার মামলায় নিজাম প্যালেসে হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়কের

mtik
February 2, 2022 12:45 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্কঃ কয়লা পাচার কাণ্ডে নিজাম প্যালেসে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। কয়লা পাচারকাণ্ডের তদন্তে সুমিতের নাম উঠে আসায় সুমিতকে তলব করে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি কয়লাপাচারের লেনদেনের ভূমিকা ছিল সুমিতের। হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের কাছে হাজিরা দিয়েছেন তিনি। তবে হাইকোর্টের বিচারপতি রবি কিশান কপূরের একক বেঞ্চ জানিয়ে দেয় এখনই সুমিতকে গ্রেফতার করা যাবে না। সোমবার শুনানির শুরুতেই মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বিচারপতি রাজশেখর মান্থা। এরপর মঙ্গলবার মামলাটি ওঠে বিচারপতি কপূরের বেঞ্চে। এর আগে মামলা চলাকালীন গত ডিসেম্বরে সুমিতকে দুমাসের জন্য অন্তর্বর্তী রক্ষাকবচ দেয় উচ্চ আদালত। রক্ষাকবচের মেয়াদবৃ্দ্ধির পর প্রথম নোটিশেই মঙ্গলবার নিজাম প্যালেসে হাজিরা দেন সুমিত। কয়েকঘণ্টা টানা জিজ্ঞাসাবাদ করাও হয় তাঁকে।

সম্প্রতি, এই ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি রাজশেখর মান্থা। জানতে চাওয়া হয়, কলকাতায় নিজাম প্যালেসে বা অন্যত্র ডেকে সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করা নিয়ে। হাইকোর্টের তরফে জানানো হয়, কয়লা পাচার মামলায় সিবিআই না অন্য কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডাকলে হাজিরা দিতে হবে। কিন্তু সিবিআই গ্রেফতার করতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় সম্পর্কে এমনই নির্দেশ দেয় আদালত। মঙ্গলবার সুমিত রায়কে ডেকে পাঠানো হয়। প্রথম নোটিশেই হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়।